1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
পবিত্র হজের আনুষ্ঠানিকতা শেষে দেশে ফিরেছেন ৫ হাজার ৯২০ হাজি — Nobanno TV
মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৫৪ অপরাহ্ন

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শেষে দেশে ফিরেছেন ৫ হাজার ৯২০ হাজি

নবান্ন
  • আপডেট সময় : মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩
  • ১২৭ বার পঠিত

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শেষে দেশে ফিরেছেন পাঁচ হাজার ৯২০ জন। তিন এয়ারলাইন্সের মোট ১৬টি ফ্লাইটে দেশে ফিরেন তারা।

এই ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত দু’টি, সৌদিয়া এয়ারলাইন্সের সাতটি এবং ফ্লাইনাসের সাতটি।

ধর্ম মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্ক থেকে ৪২তম হজ বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে।

চলতি বছর বাংলাদেশ থেকে মোট এক লাখ ২২ হাজার ৮৮৪ জন হজ পালনে সৌদি আরব যান।

এসব হজযাত্রী বহন করতে মোট ফ্লাইট পরিচালনা করা হয় ৩২৫টি।

এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১৫৯টি ফ্লাইটে ৬১ হাজার ১৮০ জন, সৌদি এয়ারলাইন্স ১১৩টি ফ্লাইটে ৪১ হাজার ৪৬৮ জন

এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ৫৩টি ফ্লাইটে ২০ হাজার ২৩৬ জন হজযাত্রী বহন করে।

পবিত্র হজ পালন শেষে বিমান, ফ্লাইনাস ও সৌদিয়া এয়ারলাইন্সের মাধ্যমে দেশে আসা হাজিদের মধ্যে জমজমের পানি বিতরণ করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

সৌদি কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী হাজিরা ব্যক্তিগতভাবে নিজেদের সাথে জমজমের পানি পরিবহন করতে পারবেন না।

এয়ারলাইন্সের পক্ষ থেকে তা পরিবহন ও বিতরণ করা হবে।

নিয়ম অনুযায়ী, প্রতি হাজিকে পাঁচ লিটার করে জমজমের পানি সরবরাহ করা হচ্ছে বলে জানিয়েছে বিমান।

এদিকে এবার হজে গিয়ে সৌদি আরবে এখন পর্যন্ত সর্বমোট ইন্তেকাল করেছেন ৭০ জন হজযাত্রীর।

তাদের মধ্যে পুরুষ ৫৪ জন, নারী ১৬ জন। মক্কায় মারা গেছেন ৫৬ জন, মদিনায় চারজন, মিনায় সাতজন, আরাফায় দু’জন এবং মুজদালিফা একজনের মৃত্যু হয়েছে।

 

আরও পড়ুন

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com