1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
বৈশ্বিক উষ্ণায়নের প্রভ পরছে সমুদ্রে যা গ্রহের জন্য হুমকি হয়ে উঠতে পারে
সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:২৮ পূর্বাহ্ন

বৈশ্বিক উষ্ণায়নের প্রভ পরছে সমুদ্রে যা গ্রহের জন্য হুমকি হয়ে উঠতে পারে

নবান্ন
  • আপডেট সময় : শনিবার, ৫ আগস্ট, ২০২৩
  • ১২৩ বার পঠিত
বৈশ্বিক

রেকর্ড তাপমাত্রায় পৌঁছেছে সমুদ্রের পানি। বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে বায়ুমণ্ডলের সঙ্গে সমানতালে বাড়ছে সমুদ্রের পানির তাপমাত্রাও।

বিশেষজ্ঞরা বলছেন, এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রবালপ্রাচীরসহ সামুদ্রিক পরিবেশের ভারসাম্য।

এটি আমাদের গ্রহের স্বাস্থের জন্যও মারাত্মক হুমকি হয়ে উঠতে পারে।

প্রতিবেদনে বলা হয়েছে, বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব এখন শুধু ভূপৃষ্ঠেই সীমাবদ্ধ নেই।

প্রভাব ফেলতে শুরু করেছে সামুদ্রিক বাস্তুতন্ত্রেও।

ইউরোপীয় ইউনিয়নের জলবায়ু পরিবর্তন পরিষেবা ‘কোপার্নিকাস ক্লাইমেট চেইঞ্জ সার্ভিস’ জানায়,

গত সপ্তাহে সমুদ্রের পানির গড় তাপমাত্রা রেকর্ড করা হয় ২০ দশমিক ৯৬ ডিগ্রি সেলসিয়াস।

এর আগে তাপমাত্রার সর্বোচ্চ রেকর্ড ছিল ২০১৬ সালে ২০ দশমিক ৯৫ ডিগ্রি সেলসিয়াস।

এ তাপমাণ স্বাভাবিকের তুলনায় কয়েক ডিগ্রি সেলসিয়াস বেশি বলে জানায় যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমোস্ফোরিক অ্যাডমিনিস্ট্রেশন’।

পরিবেশবিদরা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে ভূপৃষ্ঠের পরিবেশের উষ্ণতার সঙ্গে সঙ্গে সমুদ্রের পানিরও দ্রুত উষ্ণায়ন ঘটছে।

এতে সমুদ্রের প্রবালপ্রাচীর ধ্বংস হয়ে যাওয়া,

বিভিন্ন জীবের প্রজনন ব্যাহত হওয়ার পাশপাশি সামুদ্রিক বাস্তুতন্ত্রে পরিবর্তনের শঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

এ ছাড়া উষ্ণ পানির কারণে সমুদ্র পৃষ্ঠের উচ্চতাও বাড়বে বলে জানান তারা।

ইয়েল ক্লাইমেট কানেকশনসের আবহাওয়াবিদ জেফ মাস্টার্স বলেন,

‘পানির উষ্ণতার কারণে প্রবালপ্রাচীর ক্ষতিগ্রস্ত হবে। আর বর্তমানে এ তাপমাত্রা অকল্পনীয় পর্যায়ে আছে।

এ ছাড়া আগামী কয়েমাস এ উষ্ণায়ন অব্যাহত থাকবে।’

কোপার্নিকাস জলবায়ু পরিবর্তন পরিষেবার ডা. সামান্থা বার্গেস বলেন,

‘মার্চ মাসে এমন উষ্ণ হওয়া উচিত, তখন বিশ্বব্যাপী মহাসাগরগুলো সবচেয়ে উষ্ণ থাকে, আগস্ট বা সেপ্টেম্বর নয়।

আমরা যে রেকর্ডটি দেখতে পাচ্ছি, তাতে আগামী মার্চের মধ্যে পানি কতটা উষ্ণ হতে পারে তা চিন্তা করে ভয় পাচ্ছি।’

বিজ্ঞানীরা বলছেন, বায়ু মণ্ডল থেকে তাপ ও বিষাক্ত গ্রীনহাউস গ্যাস শোষণে বিশেষ ভূমিকা পালন করে সমুদ্র।

তাপমাত্রা বাড়ায় এ প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে। এতে পরিবেশে কার্বন দূষণ বাড়াসহ গতি পাবে বৈশ্বিক উষ্ণায়ন।

আরও পড়ুন :

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com