বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। তবে দেশের চারটি সমুদ্রবন্দরকে পুনরায় তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ সামুদ্রিক সতর্ক বার্তায় এ তথ্য জানানো হয়।
এছাড়া খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার এলাকার নদীবন্দরগুলোকে শুক্রবার ভোর থেকে দুপুর ১টা পর্যন্ত এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এ সময়ে এসব এলাকার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়।
আরও পড়ুন :