জাপানের হোক্কাইডো দ্বীপে ৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় শুক্রবার (১১ আগস্ট) সকাল ৯টা ১৪ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়।
ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্স (জিএফজেড) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ৪৬ কিলোমিটার গভীরে।
ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা জারি করেনি জাপানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ভূমিকম্পে হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে নিশ্চিত কোনো তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
জাপানে প্রায়ই ভূমিকম্প হয়। দেশটি ভূমিকম্পপ্রবণ প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ারে’ অবস্থিত।
এদিকে বৃহস্পতিবার (১০ আগস্ট) ইন্দোনেশিয়ায় ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।
যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, সকাল ৭টা ৩০ মিনিটে তুয়ালের ১৪২ কিলোমিটার পূর্বে ভূমিকম্পটি আঘাত হানে।
ইউএসজিএসের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ৯০ দশমিক ৫ কিলোমিটার গভীরে।
এর মূলকেন্দ্র ছিল যথাক্রমে ৫ দশমিক ৭৭৭ ডিগ্রি দক্ষিণ এবং ১৩১ দশমিক ৪৭৮ ডিগ্রি দাঘ্রিমাংশে।
আরও পড়ুন :