1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
২০ শতাংশ বাড়‌ছে ব্রিটেনে ভিসা ফি — Nobanno TV
রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৪২ অপরাহ্ন

২০ শতাংশ বাড়‌ছে ব্রিটেনে ভিসা ফি

নবান্ন
  • আপডেট সময় : রবিবার, ১৬ জুলাই, ২০২৩
  • ৮০ বার পঠিত
ব্রিটেনে

ব্রিটেনে ভিসা ফি ও হেলথ সারচার্জ ২০ শতাংশ বাড়‌ছে।

মুদ্রাস্ফী‌তি ও দ্রব্যমূল্যের তীব্র ঊর্ধ্বগ‌তির মুখে সরকারি খাতে বেতন বাড়ানোর ক্রমবর্ধমান চা‌হিদার জোগান দি‌তেই ভিসা ও সারচার্জ ফি বাড়া‌নো হ‌বে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক ব‌লে‌ছেন,

ব্রিটে‌নের সরকারি খাতে বেতন-ভাতা বাড়া‌নোর ল‌ক্ষ্যে বাড়‌তি অর্থের জোগান দি‌তেই এমন পদ‌ক্ষেপ নেয়া হয়েছে।

চল‌তি সপ্তাহে সরকারি ঘোষণায় বলা হ‌য়ে‌ছে,

ব্রিটেনে কা‌জের ভিসার ক্ষে‌ত্রে ফি ১৫ শতাংশ ও অন্য সব ভিসার ফি ২০ শতাংশ বাড়া‌নো হ‌বে।

ত‌বে ঠিক কবে থেকে ভিসার ব‌র্ধিত এ ফি কার্যকর হ‌বে, সে ব্যাপা‌রে সরকার এখনও কিছু স্পষ্ট ক‌রেনি।

ত‌বে এনএইচএসের হেলথ সারচার্জ এখন প্রাপ্তবয়স্ক আবেদনকারীদের জন্য বে‌ড়ে ১ হাজার ৩৫ পাউন্ড এবং শিক্ষার্থী ও শিশু‌দের জন্য ৭৭৬ পাউন্ড দি‌তে হ‌বে।

২০১৫ সালের মা‌র্চে যখন হেলথ সারচার্জ ফি নেয়া শুরু হয়, তখন জনপ্রতি ফি ছিল ২০০ পাউন্ড।

২০১৮ সা‌লের ডি‌সেম্বরে এ ফি ৪০০ টাকা করা হয়।

২০২০ সালের ডি‌সেম্বরে তা আরেক দফা বাড়িয়ে প্রাপ্তবয়স্ক‌দের জন্য ৬২৪ পাউন্ড এবং শিক্ষার্থী ও শিশু‌দের জন্য ৪৭০ পাউন্ড করা হয়।

আরও পড়ুন :

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com