ব্রিটেনে ভিসা ফি ও হেলথ সারচার্জ ২০ শতাংশ বাড়ছে।
মুদ্রাস্ফীতি ও দ্রব্যমূল্যের তীব্র ঊর্ধ্বগতির মুখে সরকারি খাতে বেতন বাড়ানোর ক্রমবর্ধমান চাহিদার জোগান দিতেই ভিসা ও সারচার্জ ফি বাড়ানো হবে।
ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেছেন,
ব্রিটেনের সরকারি খাতে বেতন-ভাতা বাড়ানোর লক্ষ্যে বাড়তি অর্থের জোগান দিতেই এমন পদক্ষেপ নেয়া হয়েছে।
চলতি সপ্তাহে সরকারি ঘোষণায় বলা হয়েছে,
ব্রিটেনে কাজের ভিসার ক্ষেত্রে ফি ১৫ শতাংশ ও অন্য সব ভিসার ফি ২০ শতাংশ বাড়ানো হবে।
তবে ঠিক কবে থেকে ভিসার বর্ধিত এ ফি কার্যকর হবে, সে ব্যাপারে সরকার এখনও কিছু স্পষ্ট করেনি।
তবে এনএইচএসের হেলথ সারচার্জ এখন প্রাপ্তবয়স্ক আবেদনকারীদের জন্য বেড়ে ১ হাজার ৩৫ পাউন্ড এবং শিক্ষার্থী ও শিশুদের জন্য ৭৭৬ পাউন্ড দিতে হবে।
২০১৫ সালের মার্চে যখন হেলথ সারচার্জ ফি নেয়া শুরু হয়, তখন জনপ্রতি ফি ছিল ২০০ পাউন্ড।
২০১৮ সালের ডিসেম্বরে এ ফি ৪০০ টাকা করা হয়।
২০২০ সালের ডিসেম্বরে তা আরেক দফা বাড়িয়ে প্রাপ্তবয়স্কদের জন্য ৬২৪ পাউন্ড এবং শিক্ষার্থী ও শিশুদের জন্য ৪৭০ পাউন্ড করা হয়।
আরও পড়ুন :