নাইজারে সামরিক শাসন অপসারণ করে সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ বাজোমকে ক্ষমতায় ফেরাতে সামরিক হস্তক্ষেপের অনুমোদন করেছে পশ্চিম আফ্রিকার ১৫টি দেশের অর্থনৈতিক জোট ইকোওয়াস।
বৃহস্পতিবার (১০ আগস্ট) এক জরুরি বৈঠকের পর বিষয়টি নিশ্চিত করেন আইভেরি কোস্টের প্রেসিডেন্ট আলাসেন ওউতারা।
নাইজেরিয়ার রাজধানী আবুজাতে ইকোয়াসের বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে আলাসেন ওউতারা বলেন,
সামরিক হস্তক্ষেপ পরিচালনার জন্য অন্যান্য বিষয়ে আরও সম্মেলন করবেন চীফ অব স্টাফ।
তবে যত দ্রুত সম্ভব নাইজারে সামরিক হস্তক্ষেপের জন্য জোটটির রাষ্ট্রপ্রধানদের সম্মেলনে চুক্তি হয়েছে।
বৈঠকে জোটের প্রধান বলেন,
নাইজারে সামরিক শাসকদের বিরুদ্ধে সেনা মোতায়েন করবে ইকোয়াস।’
প্রেসিডেন্ট ওউতারা বলেন,
নাইজেরিয়া ও বেনিনের পাশাপাশি তার দেশে থেকে ৮৫০ থেকে ১১০০ জন সেনা দেবে তিনি।
এছাড়াও অন্যান্য দেশের সেনারাও তাদের সঙ্গে যোগ দিবে।
ওউতারা সাংবাদিকদের বলেন,
এর আগেও যখন লাইবেরিয়ায়, সিয়েরা লিওনে, গাম্বিয়া এবং গিনি-বিসাউয়ের সাংবিধানিক শৃঙ্খলা যখন ঝুঁকিতে পড়েছিলো তখনও ইকোয়াস সেখানে সামরিক হস্তক্ষেপ করেছে।
তিনি আরও বলেন, এখন নাইজার এই অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে।
ইকোয়াস এটা কখনোই মেনে নেবে না।
গত ২৬ জুলাই দেশটির প্রেসিডেন্সিয়াল গার্ডের প্রধান আব্দুর রহমান তিয়ানির নেতৃত্বে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করা হয় পশ্চিমা সমর্থিত বাজুমকে।
এর দুইদিন পর ২৮ জুলাই আব্দুর রহমান তিয়ানি নিজেকে দেশটির অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ঘোষণা দেন।
এর এক সপ্তাহ পর নাইজারের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে অর্থনীতিবিদ আলী মহামানে লামিন জেইনকে নিয়োগ দেয় দেশটির সামরিক বাহিনী।
আরও পড়ুন :