1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
১৩ বন্দি পালিয়েছে ঈদের দিন কারাগার থেকে — Nobanno TV
বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ০৮:২৯ পূর্বাহ্ন

১৩ বন্দি পালিয়েছে ঈদের দিন কারাগার থেকে

নবান্ন
  • আপডেট সময় : মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩
  • ১৪৩ বার পঠিত
কারাগার

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের চামান কারাগার থেকে ১৩ বন্দি পালিয়েছেন।

অবশ্য পালানোর সময় পুলিশের গুলিতে একজন নিহত হয়েছেন।

পলাতক অন্য আসামিদের খোঁজে তল্লাশি চলছে।

জেলা অফিসার মুহাম্মাদ নাইম আচাকজাই সিএনএনকে বলেন,

গত বৃহস্পতিবার (২৯ জুন) চামান জেলা কারাগার থেকে ঈদুল আজহার দিন ১৭ বন্দিকে নামাজ পড়ার জন্য বের করা হয়।

এ সময় তারা হমলা চালিয়ে কর্তব্যরত দুই অফিসারের কাছ থেকে বন্দুক ছিনিয়ে নেয়।

এতে উভয় পক্ষের মধ্যে মারাত্মক সংঘর্ষও হয়।

আচাকজাই বলেন, বন্দিদের হামলায় তিন পুলিশ অফিসার আহত হন।

অন্যদিকে পুলিশের গুলিতে এক বন্দির মৃত্যু এবং দুই বন্দি আহত হন।

আহতদের আটক করা সম্ভব হয়েছে।

বন্দিদের একজন অবশ্য পুলিশের কাছে আত্মসর্ম্পণ করেন, বাকি ১৩ জন পালিয়ে যান।

তিনি বলেন, পলাতকরা খুন, ডাকাতি ও মাদকসহ বিভিন্ন মামলার আসামি ছিলেন।

তাদের বিচার প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, কারাগারটি শহরের সবচেয়ে ব্যস্ততম তাজ রোডে অবস্থিত।

এলাকাটি আফগানিস্তান সীমান্ত থেকে মাত্র তিন কিলোমিটার দূরে।

পলাতক আসামিরা সীমান্ত পেরিয়ে আফগানিস্তানে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে।

জেলা অফিসার জানান, কারাগারে ডিউটি করতে সব সময় ২৫ অফিসার থাকেন;

কিন্তু ঈদের কারণে ওই শিফটে কম ছিল।

এ ঘটনায় তিন পুলিশ অফিসারসহ ১০ জনকে বরখাস্ত করেছে চামান পুলিশ।

আরও পড়ুন :

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com