1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : NobannoTV : admin Nobannotv
হাসপাতালে ভর্তি না করে ইউটিউব দেখে সন্তান প্রসব করিয়েছে এক স্বামী, নারীর মৃত্যু
বুধবার, ০৯ জুলাই ২০২৫, ০৪:৫২ পূর্বাহ্ন

হাসপাতালে ভর্তি না করে ইউটিউব দেখে সন্তান প্রসব করিয়েছে এক স্বামী, নারীর মৃত্যু

নবান্ন
  • আপডেট সময় : শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩
  • ১৩৭ বার পঠিত
স্বামী

প্রসব বেদনায় কাতর স্ত্রীকে হাসপাতালে ভর্তি না করে বাড়িতেই সন্তান প্রসবের চেষ্টা করেছেন এক স্বামী ।

এতে সুস্থ-স্বাভাবিক সন্তানের জন্ম দিলেও অতিরিক্তি রক্তক্ষরণে মায়ের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২২ আগস্ট) ভারতের তামিলনাড়ু রাজ্যের কৃষ্ণগিরি জেলার পোচামপল্লির পুলিয়ামপট্টি এলাকায় এই ঘটনা ঘটেছে।

মৃত ওই নারীর নাম এম লগনায়কি (২৭)। তিনি গৃহকর্মী ছিলেন। নবজাতককে চিকিৎসার জন্য পোচামপল্লির সরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

ঘটনার পর প্রতিবেশীরা পুলিশকে বিষয়টি জানায়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য লগনায়কির স্বামী মাদেশকে আটক করেছে পুলিশ।

পোচামপল্লির ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ (ডিএসপি) মনোহরণ বলেন, তারা বিষয়টি জানতে পেরেছেন।

ওই নারীর মৃত্যুর পরপরই পেরুগোবনপল্লির প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসা কর্মকর্তা এম রথিকা পোচামপল্লির পুলিশ পরিদর্শক এম প্রভাবতীর কাছে মঙ্গলবার অভিযোগ করেছেন।

অভিযোগে রথিকা বলেছেন, লগনায়কিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

ডিএসপি মনোহরণ আরও বলেন, অস্বাভাবিক মৃত্যুর অভিযোগে পুলিশ একটি মামলা করেছে। জিজ্ঞাসাবাদের জন্য মাদেশকে আটক করা হয়েছে।

আরও পড়ুন :

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com