1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
স্বৈরাচারের হুমকি তে তাইওয়ান পিছপা হবে না, ভূখণ্ডটির প্রেসিডেন্ট — Nobanno TV
মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৫৪ পূর্বাহ্ন

স্বৈরাচারের হুমকি তে তাইওয়ান পিছপা হবে না, ভূখণ্ডটির প্রেসিডেন্ট

নবান্ন
  • আপডেট সময় : সোমবার, ১৪ আগস্ট, ২০২৩
  • ১০৩ বার পঠিত
স্বৈরাচারের

স্বৈরাচারের হুমকির মুখে তাইওয়ান পিছপা হবে না বলে মন্তব্য করেছেন ভূখণ্ডটির ভাইস প্রেসিডেন্ট উইলিয়াম লাই।

যুক্তরাষ্ট্রে সংক্ষিপ্ত সফরের সময় সমর্থকদের উদ্দেশে তিনি বলেছেন, তাইওয়ান কারও ভয়ে দমে যাবে না।

আমরা নিরাপদ থাকলে গোটা বিশ্ব নিরাপদ থাকবে।

চীনের রক্তচক্ষু উপেক্ষা করেই স্থানীয় সময় রোববার (১৩ আগস্ট) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছান তাইওয়ানের ভাইস প্রেসিডেন্ট উইলিয়াম লাই।

এসময় যুক্তরাষ্ট্রে বসবাসরত তাইওয়ানের কয়েকশ’ নাগরিক তাকে স্বাগত জানান।

সংক্ষিপ্ত এই সফরে নিউইয়র্কে একটি মধ্যাহ্নভোজে অংশ নেন লাই।

এসময় চীনের নাম উল্লেখ না করে সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, ‘তাওয়ান সঠিক পথেই রয়েছে।

স্বৈরাচারের ক্রমবর্ধমান হুমকির কারণে ভয় কিংবা পিছু হঠার সুযোগ নেই।

তাইওয়ানকে গণতন্ত্রের পথে এগিয়ে নিতে সবাইকে সাহসী এবং শক্তিশালী হওয়ার আহ্বান জানিয়ে লাই বলেন,

‘তাইওয়ানের জনগণই তাদের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে। কারও ভয়ে আমরা দমে যাব না।

তাইওয়ান প্রণালীতে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা জরুরি।

শুধু তাইওয়ান নয়, পুরো বিশ্বকেই এ বিষয়ে উদ্বেগ জানাতে হবে।

কারণ তাইওয়ান নিরাপদ না হলে বিশ্ব নিরাপদ থাকবে না।

তাইওয়ানের ভাইস প্রেসিডেন্ট মূলত প্যারাগুয়েতে একটি রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দেয়ার আগে যুক্তরাষ্ট্রে সংক্ষিপ্ত সফর করেন।

প্যারাগুয়ে ১৩টি দেশের মধ্যে একটি, যার সঙ্গে তাইওয়ানের আনুষ্ঠানিক সম্পর্ক রয়েছে।

প্যারাগুয়ে থেকে ফেরার পথে ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোতে তার সংক্ষিপ্ত বিরতির নেয়ার কথা রয়েছে।

তবে বিষয়টি ভালোভাবে নেয়নি চীন। ‘সার্বভৌমত্ব’ রক্ষায় তাইওয়ানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছে বেইজিং।

উইলিয়াম লাই তাইওয়ানের ভাইস প্রেসিডেন্ট হলেও ভূখণ্ডটির পরবর্তী প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন।

উইলিয়াম লাইয়ের এই ট্রানজিট সফরকে নিয়মিত বলে আখ্যা দিয়েছে তাইওয়ান এবং যুক্তরাষ্ট্র।

তবে এই সফরের নিন্দা জানিয়ে লাইকে ‘সমস্যা সৃষ্টিকারী’ বলে অভিহিত করেছে চীন।

আরও পড়ুন :

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com