1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
সিরিয়া সরকার বিবিসির দুই সাংবাদিকের স্বীকৃতি বাতিল করে দিয়েছে — Nobanno TV
মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৪০ পূর্বাহ্ন

সিরিয়া সরকার বিবিসির দুই সাংবাদিকের স্বীকৃতি বাতিল করে দিয়েছে

নবান্ন
  • আপডেট সময় : রবিবার, ৯ জুলাই, ২০২৩
  • ৯৫ বার পঠিত
বিবিসির

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসির দুই স্থানীয় সাংবাদিকের অ্যাক্রিডিটেশন (স্বীকৃতি) বাতিল করেছে সিরিয়া সরকার।

শনিবার (৮ জুলাই) বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

সিরিয়ার তথ্য মন্ত্রণালয় জানিয়েছে, মিথ্যা ও রাজনৈতিক মদদপুষ্ট সংবাদ প্রকাশের জন্য তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

সিরিয়া আরও জানায়, একজন অজ্ঞাতনামা সংবাদদাতা ও ক্যামেরা অপারেটরের অ্যাক্রিডিটেশন বাতিল হয়েছে।

তাদের বিরুদ্ধে সিরিয়া সংক্রান্ত ‘ব্যক্তিগত মতামত নির্ভর, মিথ্যে তথ্য ও প্রতিবেদন প্রকাশের’ সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে।

এ বিষয়য়ে বিবিসি সংবাদসংস্থা রয়টার্সকে জানিয়েছে, তাদের মধ্যপ্রাচ্যের সংবাদ সেবার কর্মীরা সব ধরনের রাজনৈতিক মতাদর্শের মানুষদের সঙ্গে কথা বলেন ও পক্ষপাতহীন এবং নিরপেক্ষ প্রতিবেদন প্রকাশ করেন।

বিবিসির পক্ষ থেকে বলা হয়, ‘আমরা আরবি-ভাষাভাষী দেশগুলোতে পক্ষপাতহীন সংবাদ ও তথ্য প্রচার অব্যাহত রাখব।’

গত মাসে বিবিসি একটি প্রতিবেদন ছাপায়, যেখানে বলা হয় ক্যাপটাগন নামের একটি অ্যামফেটামিন মাদকের বাণিজ্যে দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পরিবার ও সিরিয়ার সামরিক বাহিনী সরাসরি জড়িত।

ওই প্রতিবেদনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন ইতোমধ্যে সিরিয়ার সরকারকে এই মাদকের উৎপাদন ও রফতানির জন্য অভিযুক্ত করেছে।

সেনাবাহিনীর চতুর্থ ডিভিশনের প্রধান ও প্রেসিডেন্টের ভাই মাহের আল-আসাদকে এই চক্রের হোতা হিসেবে দায়ী করা হয়েছে।

আরও পড়ুন :

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com