ভারতের জম্মু-কাশ্মীরে সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে তিন ভারতীয় সেনা নিহত হয়েছেন।
শুক্রবার (৩ আগস্ট) কাশ্মীরের দক্ষিণাঞ্চলীয় জেলা কুলগামে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়,
কাশ্মীরের দক্ষিণভাগের কুলগাম বিভাগের হালান বনাঞ্চলে সন্ত্রাসীরা লুকিয়ে আছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী।
তাদের উপস্থিতি টের পেয়ে গুলি চালায় সন্ত্রাসীরা। পাল্টা গুলি চালায় নিরাপত্তা বাহিনীর সদস্যরাও।
দুই পক্ষের মধ্যে বেশ কিছুক্ষণ গোলাগুলি চলে। এতে তিন সেনা আহত হন এবং পরে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
একটি টুইট বার্তায় সেনাবাহিনীর ১৫ কোর সেনাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
তারা বলছে, ‘হালান বনাঞ্চলের উচুস্থানে সন্ত্রাসীদের অবস্থানের প্রেক্ষিতে শুক্রবার (৪ আগস্ট) অভিযান চালানো হয়।
সন্ত্রাসীদের সঙ্গে গুলি বিনিময়ে তিন সেনা আহত হন এবং পরবর্তীতে মৃত্যুবরণ করেন। ওই এলাকায় অভিযান অব্যাহত আছে।’
সেনাবাহিনী জানিয়েছে, সেখানে অতিরিক্ত সেনা বাহিনী পাঠানো হয়েছে এবং তল্লাশি অভিযান জোরদার করা হয়েছে।
এর আগে, এপ্রিল ও মে মাসে পুঞ্চ এবং রাজৌরি জেলায় দুটি পৃথক হামলায় পাঁচজন এলিট কমান্ডোসহ ১০ জন সেনা নিহত হয়েছিল।
আরও পড়ুন :