স্বামী নিয়মিত গোসল না করায় বিয়ের ৪০ দিন পরই ডিভোর্স চাইলেন স্ত্রী। এমন ঘটনা ঘটেছে ভারতের উত্তর প্রদেশের আগ্রায়। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ডিভোর্স চাওয়া ওই স্ত্রী জানান, তাঁর স্বামী রাজেশ মাসে এক থেকে দুইবার গোসল করেন। এর কারণে তাঁর শরীরে বাজে দুর্গন্ধ হয়।
এরইমধ্যে আগ্রার একটি ফ্যামিলি কাউন্সেলিং সেন্টারে গিয়ে ডিভোর্স চেয়ে ওই নারী জানিয়েছেন, অস্বাস্থ্যকর অবস্থায় তিনি আর তাঁর স্বামীর সঙ্গে থাকতে পারছেন না।
এ নিয়ে অভিযুক্ত স্বামীকে জিজ্ঞেস করলে তিনি জানান, গঙ্গার জল দিয়ে গোসল করায় তিনি মাসে এক থেকে দুই বার গোসল করতে পারেন। তবে বিয়ের পর স্ত্রীর জোরাজুরিতে তিনি মাসে ছয় বার গোসল করেছেন।
এ ঘটনার সম্পর্কে অবগত এক কাউন্সিলর ইন্ডিয়া টুডেকে জানান, বিয়ের কয়েক সপ্তাহ পরই এই দম্পতির মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। ওই নারীর পরিবার থানায় যৌতুকের মামলা করে ডিভোর্স চেয়েছে। পরে পুলিশের সঙ্গে আলোচনার পর, রাজেশ নিয়মিত গোসলের বিষয়টিতে রাজি হন।
এ ঘটনার মীমাংসার জন্য আগামী ২২ তারিখ রাজেশ ও তাঁর স্ত্রীকে ডেকেছে কাউন্সেলিং সেন্টার।