1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
লঙ্কান প্রেসিডেন্ট সিদ্ধান্ত নেন ভারতীয় মুদ্রার ব্যবহার বাড়ানোর — Nobanno TV
সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫৬ পূর্বাহ্ন

লঙ্কান প্রেসিডেন্ট সিদ্ধান্ত নেন ভারতীয় মুদ্রার ব্যবহার বাড়ানোর

নবান্ন
  • আপডেট সময় : রবিবার, ১৬ জুলাই, ২০২৩
  • ১২৫ বার পঠিত
ভারতীয়

ভারতীয় মুদ্রার ব্যবহার বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কার সরকার।

এমন পরিস্থিতিতে দেশটির প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে বলেছেন,

‘অভিন্ন মুদ্রা হিসেবে ভারতীয় রুপি ব্যবহারে আমাদের কোনও আপত্তি নেই।

চলতি মাসেই ভারত সফরে আসার কথা বিক্রমাসিংহের।

শনিবার (১৫ জুলাই) একথা বলেছেন তিনি নিজেই।

দ্য ইকোনোমিক্স টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

রনিল বিক্রমাসিংহে বলেন,

‘ভবিষ্যতে অভিন্ন মুদ্রা হিসেবে ভারতীয় রুপি ব্যবহারের সম্ভাবনা আমরা বাতিল করে দিচ্ছি না।

ভারতীয় রুপি ব্যবহার নিয়ে আমাদের কোনও আপত্তি নেই।

তিনি বলেন, ‘ভারতীয় রুপি সাধারণ মুদ্রায় পরিণত হলেও আমাদের জন্য কোনও সমস্য হবে না।

আমরা কীভাবে এই প্রক্রিয়ার মধ্যদিয়ে যাবো, তা নির্ধারণ করতে হবে।

আমাদের অবশ্যই বাইরের বিশ্বের জন্য আরও উন্মুক্ত হতে হবে।

তিনি আরও বলেন,

‘বিশ্ব বিকশিত হচ্ছে এবং প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে ভারত দ্রুত উন্নত হচ্ছে।

২০২২ সালে অর্থনৈতিক সঙ্কটে দেউলিয়া হয়ে গিয়েছিল শ্রীলঙ্কা।

দেশে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছুঁয়েছিল।

সেই পরিস্থিতিতে প্রবল গণবিক্ষোভের জেরে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছিলেন প্রধানমন্ত্রী মাহিন্দ রাজাপক্ষ এবং প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষ।

এরপর পার্লামেন্টের বিশেষ অধিবেশনে প্রেসিডেন্ট নির্বাচিত হন বিক্রমাসিংহে।

সে সময় শ্রীলঙ্কাকে আর্থিক সঙ্কট মোকাবিলার জন্য মোট ৪০০ কোটি ডলার আর্থিক সহায়তা করেছিল ভারত।

কৃতজ্ঞতা প্রকাশ করে বিক্রমাসিংহে বলেন,

এতে আর্থিক মন্দা মোকাবিলায় অনেকটাই সাফল্য পেয়েছে শ্রীলঙ্কা।

এবার ভারতের সহযোগিতায় দেশের অর্থনীতিকে মজবুত করার লক্ষ্য নিয়ে এগোচ্ছে দেশটি।

আরও পড়ুন :

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com