রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের পাল্টা আক্রমণ ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
রোববার (২৩ জুলাই) সেন্ট পিটার্সবার্গে বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে বৈঠকে এ মন্তব্য করেন তিনি।
সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে জানায়,
বৈঠকে দুই নেতার মধ্যে ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতি, ওয়াগনার ও পোল্যান্ড ইস্যুসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।
বৈঠকে পুতিন বলেন, ‘রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের পাল্টা আক্রমণ ব্যর্থ হয়েছে।
এই মুহূর্তে ইউক্রেনের প্রায় ছয় ভাগের মধ্যে এক ভাগ ভূমির নিয়ন্ত্রণ করছে রুশ বাহিনী।’
এ সময় বেলারুশের প্রেসিডেন্ট বলেন, ‘ওয়াগনারের যোদ্ধারা পোল্যান্ডে ঢুকতে চায়।
দেশটির রাজধানী ওয়ারশসহ পূর্বাঞ্চলীয় বিভিন্ন শহরে ইউক্রেনীয় বাহিনীর জন্য সামরিক সরঞ্জামের সরবরাহ কেন্দ্রে তারা আক্রমণ করতে আগ্রহী।’
এছাড়াও এসব কেন্দ্র থেকে দনবাস এবং বাখমুতের যুদ্ধক্ষেত্রে রসদ সরবরাহ করা হচ্ছে বলে মনে করে ওয়াগনার যোদ্ধারা।
তাদের কারণে এরইমধ্যে বেলারুশের স্থানীয়দের মাঝে উদ্বেগ বাড়ছে বলেও জানান লুকাশেঙ্কো।
চলমান উত্তেজনার মধ্যেই বেলারুশ সীমান্তে নিজেদের সামরিক উপস্থিতি জোরদার করছে পোল্যান্ড।
ওয়াগনার সেনাদের বেলারুশে অবস্থানের কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে ওয়ারশ।
এর আগে শুক্রবার (২১ জুলাই) রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেন,
পোল্যান্ডের ভূখন্ড ব্যবহার করে ন্যাটো জোটকে ইউক্রেনের পশ্চিমাঞ্চলে যুদ্ধে অংশ নেয়ার সুযোগ করে দেয়ার পরিকল্পনা করছে দেশটির সরকার।
এছাড়া, পোলিশ সামরিক বাহিনী বেলারুশে আক্রমণের প্রস্তুতি নিচ্ছে বলেও দাবি করেন তিনি।
আরও পড়ুন :