1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
রাশিয়ার ক্রিমিয়া সেতুতে দুটি বিস্ফোরণ হয়েছে — Nobanno TV
শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ০১:১৭ পূর্বাহ্ন

রাশিয়ার ক্রিমিয়া সেতুতে দুটি বিস্ফোরণ হয়েছে

নবান্ন
  • আপডেট সময় : সোমবার, ১৭ জুলাই, ২০২৩
  • ৯৬ বার পঠিত
বিস্ফোরণ

রাশিয়ার ক্রিমিয়া সেতুতে আবারও বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

সোমবার (১৭ জুলাই) ভোরে রাশিয়ার সঙ্গে ক্রিমিয়াকে সড়কপথে সংযোগকারী এই সেতুতে দুটি বিস্ফোরণ হয়েছে।

এতে অন্তত দু’জন মারা গেছেন।

ক্রিমিয়া সেতু ইউক্রেনের দক্ষিণাঞ্চলের ক্রিমিয়া উপদ্বীপকে সংযুক্ত করেছে।

যার আংশিক রাশিয়ার দখলে রয়েছে।

ইউক্রেনের খেরসন অঞ্চলে অবস্থিত ক্রিমিয়া ২০১৪ সালে রাশিয়া দখল করে।

সোমবার ভোর ৩টার দিকে কৌশলগত মূল সেতুটিতে দুটি শক্তিশালী বিস্ফোরণ ঘটে।

স্থানীয় সময় ভোর ৩টা ৪ মিনিট এবং ৩টা ২০ মিনিটের দিকে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়।

মস্কোর নিয়োগ করা ক্রিমিয়ার গভর্নর সের্গেই আকসিনভ বলেন,

সেতুর ১৪৫ নম্বর পিলারের কাছে ওই বিস্ফোণের ঘটনার পর সেতু এলাকায় জরুরি অবস্থা জারি করা হয়েছে।

সেতুতে একটি প্রাইভেট কারে ওই বিস্ফোণের ঘটনা ঘটে।

এতে আরোহী এক দম্পতি ঘটনাস্থলেই নিহত হন এবং তাদের একটি মেয়ে গুরুতর আহত হয়েছে।

এর আগে গত বছরের অক্টোবরে ১৯ কিলোমিটার দীর্ঘ সড়ক ও রেল সেতুটিতে বিস্ফোরণের ঘটনা হয়।

ক্রেমলিন দাবি করেছিল, ইউক্রেনীয় বাহিনী ওই হামলা চালিয়েছে।

এদিকে ক্রিমিয়া সেতুতে ‘হামলার’ জন্য যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে মস্কো।

সোমবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা ক্রিমিয়া সেতুতে হামলার জন্য ইউক্রেনকে সহায়তাকারী যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রকে দায়ী করেন।

তিনি বলেন,

আজকে ক্রিমিয়া সেতুতে কিয়েভ সরকার হামলা করেছে।

এই সরকার সন্ত্রাসবাদী এবং আন্তর্জাতিক অপরাধ গোষ্ঠীর সমস্ত বৈশিষ্ট্য দেশটির রয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন একটি সন্ত্রাসী রাষ্ট্র কাঠামোর দায়িত্বে রয়েছে বলেও অভিযোগ করেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র।

আরও পড়ুন :

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com