রাশিয়া অধিকৃত ক্রিমিয়া উপদ্বীপে শনিবার (১২ আগস্ট) ভোরে ইউক্রেনের মনুষ্যবিহীন ২০টি ড্রোন ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় টেলিগ্রামে দেয়া এক পোস্টে জানায়,
আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ১৪টি এবং ইলেকট্রনিক যুদ্ধের মাধ্যমে আরও ছয়টি ড্রোন ধ্বংস করা হয়েছে।
তবে এ ঘটনায় কেউ হতাহত বা কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি বলে টেলিগ্রাম পোস্টে উল্লেখ করা হয়েছে।
রুশ অধিকৃত ওই উপদ্বীপে হামলার লক্ষ্যবস্তু কী ছিল তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।
এর আগে ক্রিমিয়ার রাশিয়ার নিযুক্ত গভর্নরের উপদেষ্টা সের্গেই ক্রুচকভ বলেছিলেন,
বিমান প্রতিরক্ষা ব্যবস্থা উপদ্বীপের বিভিন্ন অংশে বিমান হামলা প্রতিহত করতে নিযুক্ত ছিল।
এ ছাড়া রাশিয়ার মূল ভূখণ্ডের সঙ্গে সংযোগকারী সেতুও এ হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে ইউক্রেনে চলমান যুদ্ধের মধ্যে বিভিন্ন অঞ্চলে সেনা নিয়োগে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরখাস্তের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
দুর্নীতির অভিযোগের মধ্যে এমন পদক্ষেপ নেয়া হয়েছে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।
শুক্রবার (১১ আগস্ট) সামাজিক যোগাযোগের মাধ্যমে এক পোস্টে তিনি বলেন,
‘সামরিক বাহিনীর আঞ্চলিক কমিসারদের আমরা বরখাস্ত করছি।’
আরও পড়ুন :