1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
যুক্তরাষ্ট্র বাংলাদেশ সরকারের ডিজিটাল নিরাপত্তা আইন কে স্বাগত জানায়
মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪৯ অপরাহ্ন

যুক্তরাষ্ট্র বাংলাদেশ সরকারের ডিজিটাল নিরাপত্তা আইন কে স্বাগত জানায়

নবান্ন
  • আপডেট সময় : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
  • ১১৮ বার পঠিত
ডিজিটাল

বাংলাদেশ সরকারের ডিজিটাল নিরাপত্তা আইন সংস্কারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র।

সোমবার (৭ আগস্ট) দিবাগত রাতে ওয়াশিংটনে প্রেস ব্রিফিংয়ে এই মত প্রকাশ করেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার।

ডিজিটাল নিরাপত্তা আইন সংস্কারের বিষয়ে বাংলাদেশ সরকারের উদ্যোগ সম্পর্কে যুক্তরাষ্ট্রের মূল্যায়ন জানতে চাওয়া হলে এই আইনের অপব্যবহার হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

মিলার বলেন,

আমরা আইন সংস্কার এবং মত প্রকাশের স্বাধীনতা রক্ষায় বাংলাদেশ সরকারের দীর্ঘদিনের অঙ্গীকারকে স্বাগত জানাই।

তিনি আরও বলেন,

এই আইনটিতে যেন আন্তর্জাতিক মানদণ্ড নিশ্চিত করা হয় এবং সকল অংশীদারকে যেন নতুন খসড়া সাইবার নিরাপত্তা আইন পর্যালোচনার সুযোগ দেয়া হয়, সে বিষয়ে আমরা বাংলাদেশ সরকারকে উৎসাহিত করি।

সোমবার (৭ আগস্ট) বহুল আলোচিত ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ পরিবর্তন করে ‘সাইবার নিরাপত্তা আইন-২০২৩’ নামে নতুন আইনের খসড়ায় নীতিগত অনুমোদন দেয় মন্ত্রিসভা।

এই বিষয়ে সাংবাদিকদের আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন,

আমি পরিষ্কার করে বলতে চাই, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করা হয়নি, পরিবর্তন করা হয়েছে।

যদি এখন বলি-বাতিল করা হয়েছে,

তাহলে আপনারা প্রশ্ন করবেন, নিরাপত্তা আইনের প্রায় সব ধারাই-তো এ আইনে আছে।

তাহলে আপনি কেন বলছেন,

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করা হয়েছে। যে কারণে আমি পরিবর্তন শব্দটি ব্যবহার করেছি।

তিনি বলেন,

ডিজিটাল নিরাপত্তা আইনের ‘মিসইউজ’ ও ‘অ্যাবিউজ’ বন্ধ করার জন্য ব্যবস্থা নিয়েছি আইনের মাধ্যমে।

আগামী সেপ্টেম্বরে জাতীয় সংসদ অধিবেশনে আইনটি উঠবে এবং সেখানে এটি পাস হবে বলেও জানান আইনমন্ত্রী।

উল্লেখ্য,

২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর তথ্যপ্রযুক্তি আইনের ৫টি ধারা বিলুপ্ত করে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ পাস হয়।

আরও পড়ুন:

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com