1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপপুঞ্জ ভয়াবহ দাবানলে পুড়ছে, ৩৬ জনের মৃত্যু — Nobanno TV
শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ১২:৪৯ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপপুঞ্জ ভয়াবহ দাবানলে পুড়ছে, ৩৬ জনের মৃত্যু

নবান্ন
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩
  • ১৩৮ বার পঠিত
হাওয়াই

ভয়াবহ দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপপুঞ্জ।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে অঙ্গরাজ্যটির লাহাইনা শহর।

স্থানীয় সময় বুধবার (৯ আগস্ট) রাতে কর্তৃপক্ষ জানিয়েছে, শহরটিতে এ পর্যন্ত দাবানলের কারণে অন্তত ৩৬ জনের মৃত্যু হয়েছে।

এছাড়া দাবানল লোকালয়ে ছড়িয়ে পড়ায় অন্তত ১০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।

সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে,

হাওয়াই দ্বীপপুঞ্জে হেক্টরের পর হেক্টর বনাঞ্চলে ছড়িয়ে পড়েছে আগুনের লেলিহান শিখা।

দাবানলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন লাহাইনা শহরের বাসিন্দারা।

চারদিকে সমুদ্রবেষ্টিত মাউই অংশের লাহাইনা শহরের অসংখ্য মানুষ আগুন থেকে বাঁচতে পানিতে ঝাঁপিয়ে পড়ছেন, ঘটেছে হতাহতের ঘটনা।

এখন পর্যন্ত অন্তত ৩৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে শহরটিতে।

এদিকে,

হাওয়াইয়ের বিভিন্ন অংশে অন্তত ৭টি দাবানল সক্রিয় রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

লাহাইনা শহরটির রাস্তাঘাট থেকে শুরু করে অসংখ্য বাড়িঘর ও দোকানপাট আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।

দাবানলের কারণে নিঃস্ব হয়ে গেছেন অসংখ্য মানুষ।

দুর্ঘটনা এড়াতে অন্তত ১০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।

বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছেন আরও অন্তত ১৫ হাজার মানুষ।

উদ্ধারকর্মীরা জানান,

শহরটির বিদ্যুৎ ব্যবস্থা ব্যাহত হওয়ার পাশাপাশি ধ্বংসাবশেষের কারণে উদ্ধার তৎপরতায়ও ব্যাঘাত ঘটছে।

এদিকে,

আগুন নেভাতে কাজ করছেন কয়েকশ’ দমকলকর্মী। ব্যবহার করা হচ্ছে হেলিকপ্টারও।

তবে,

বাতাসের তীব্রতা বেশি থাকায় আগুন কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না।

আরও পড়ুন :

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com