1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
মস্কো সফরে যাচ্ছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান — Nobanno TV
বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:১১ পূর্বাহ্ন

মস্কো সফরে যাচ্ছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান

নবান্ন
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩
  • ১৬৪ বার পঠিত
মস্কো সফরে যাচ্ছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে কথা বলতে শিগগিরই মস্কো সফরে যাচ্ছেন।

এরদোগানের রাশিয়া সফরের লক্ষ্য শস্য চুক্তি পুনরুজ্জীবিত করা।

সোমবার এরদোগানের দলের একজন মুখপাত্র এ কথা জানান।

ক্ষমতাসীন দলের মুখপাত্র ওমর চেলিক সাংবাদিকদের বলেন, রাশিয়ার অবকাশ শহর সোচিতে উভয়ের বৈঠকটি অনুষ্ঠিত হবে।

তুরস্ক আশা করছে এর মাধ্যমে আসন্ন ‘খাদ্য সঙ্কট’ এড়ানো যাবে।

এর আগে ‘দ্য ব্লুমবার্গ বার্তা’ সংস্থার খবরে বলা হয়েছে, জি-২০ সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লী যাওয়ার আগে এরদোগান শুক্রবার (৮ সেপ্টেম্বর) পুতিনের সাথে সাক্ষাত করতে পারেন।

এদিকে ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের জানিয়েছেন, বৈঠকের নিবিড় প্রস্তুতি নেয়া হচ্ছে।

তবে কখন কোথায় বৈঠকটি অনুষ্ঠিত হবে সে সম্পর্কে মুখপাত্র কিছু বলেননি।

উল্লেখ্য, কৃষ্ণ সাগর দিয়ে শস্য রফতানিবিষয়ক চুক্তি করতে তুরস্ক যুদ্ধরত রাশিয়া ও ইউক্রেনকে সহায়তা করেছিল।

গত মাসে রাশিয়া জাতিসঙ্ঘ সমর্থিত চুক্তি থেকে বেরিয়ে গেলে তা পুনরুজ্জীবিত করতে তুরস্ক চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সূত্র : বাসস

 

আরও পড়ুন :

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com