1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
ভারি বৃষ্টির শঙ্কায় বন্যা সতর্কতা আকস্মিক ঝড়ে লন্ডভন্ড যুক্তরাষ্ট্রে — Nobanno TV
মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৩:০৭ অপরাহ্ন

ভারি বৃষ্টির শঙ্কায় বন্যা সতর্কতা আকস্মিক ঝড়ে লন্ডভন্ড যুক্তরাষ্ট্রে

নবান্ন
  • আপডেট সময় : সোমবার, ৩১ জুলাই, ২০২৩
  • ৬৮ বার পঠিত
আকস্মিক
A traffic police officer guides residents to cross a flooded road with a rope during heavy rainfall in Zhengzhou, Henan province, China July 20, 2021. Picture taken July 20, 2021. China Daily via REUTERS

আকস্মিক ঝড়ে লন্ডভন্ড যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিসহ আশপাশের শহর।

বাড়ি-ঘরের ক্ষয়ক্ষতির পাশাপাশি উপড়ে পড়েছে বহু গাছপালা।

এতে আহত হয়েছেন বেশ কয়েকজন। ব্যাহত হয়েছে যোগাযোগ ব্যবস্থা।

এখনো বিদ্যুৎহীন রয়েছেন কয়েক হাজার বাসিন্দা।

মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট জানায়,

শনিবার (২৯ জুলাই) স্থানীয় সময় রাতে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের ওয়াশিংটন ডিসিসহ আশপাশের এলাকার ওপর দিয়ে বয়ে যায় আকস্মিক ঝড়।

ঘণ্টায় ১৩৫ কিলোমিটার বেগের এ ঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড হয়ে যায় সবকিছু।

বিভিন্ন বাড়ি ও গাড়ির ওপর গাছ উপড়ে পড়ায় বেশ কয়েকজন আহতের খবর পাওয়া গেছে।

ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। দুর্যোগ মোকাবিলায় এরইমধ্যে কাজ শুরু করেছে স্থানীয় প্রশাসন।

যুক্তরাষ্ট্রের আবহাওয়া বিভাগ জানায়,

রাজধানী ওয়াশিংটন ডিসি ছাড়াও আশপাশের এলাকায় ঝড়ের পাশাপাশি দেখা দেয় বজ্রপাত।

এদিকে,

ঝড়ের প্রভাবে শুরু হয়েছে ভারি বৃষ্টিপাত।

টানা বৃষ্টিতে নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কায় জারি করা হয়েছে সতর্কতা।

শক্তিশালী এ প্রাকৃতিক দুর্যোগের কারণে বিদ্যুৎহীন হয়ে পড়েছেন কয়েক হাজার বাসিন্দা।

বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় প্রভাব পড়েছে ওয়াশিংটন ডিসির মেট্রোরেল চলাচলেও।

আরও পড়ুন :

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com