1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. admin@hostitbd.xyz : hostitbd :
  3. admin@nobannotv.com : NobannoTV : admin Nobannotv
ভারতে ১৬ মিনিটের ব্যবধানে তিন দফায় ভূমিকম্প — Nobanno TV
মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৭ পূর্বাহ্ন

ভারতে ১৬ মিনিটের ব্যবধানে তিন দফায় ভূমিকম্প

নবান্ন
  • আপডেট সময় : শুক্রবার, ২১ জুলাই, ২০২৩
  • ২৪১ বার পঠিত
ভারতে ১৬ মিনিটের ব্যবধানে তিন দফায় ভূমিকম্প

ভারতে উত্তরাঞ্চলীয় রাজ্য রাজস্থানে তিন দফায় ভূমিকম্প আঘাত হেনেছে।

শুক্রবার (২১ জুলাই) ভোরে মাত্র ১৬ মিনিটের ব্যবধানে রাজ্যটির রাজধানী জয়পুরে ওই তিনটি ভূমিকম্প অনুভূত হয়।

অবশ্য ভূমিকম্পের জেরে সেখানে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এছাড়া ভূমিকম্প অনুভূত হয়েছে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরেও।

শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

 

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে,

সর্বশেষ ভূমিকম্পটি ঘটে শুক্রবার ভোর ৪টা ২৫ মিনিটে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৪।

ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে বলেও জানিয়েছে সংস্থাটি।

এর আগে ভোর ৪ টা ২২ মিনিটে ভূপৃষ্ঠের ৫ কিলোমিটার গভীরে ৩ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়।

তারও আগে ভোর ৪টা ৯ মিনিটে প্রথম ভূমিকম্পটি অনুভূত হয়।

ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে আঘাত হানা এই ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ৪।

অবশ্য ভূমিকম্পের জেরে এখনও পর্যন্ত কোনও হতাহতের বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

রাজস্থানের সাবেক মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে টুইট করে বলেছেন,

‘জয়পুরসহ রাজ্যের অন্যান্য জায়গায় ভূমিকম্প অনুভূত হয়েছে। আশা করি আপনারা সবাই নিরাপদ আছেন।’

 

 

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, রাজধানী জয়পুরসহ রাজ্যের অন্যান্য জেলায় জোরালো কম্পন অনুভূত হয়েছে।

 

জয়পুরে কম্পন এতটাই শক্তিশালী ছিল যে, এতে বহু মানুষের ঘুম ভেঙে যায়। আর এতে করে ভোররাতেই আতঙ্কে লোকজন বাড়ির বাইরে বেরিয়ে আসেন।

স্থানীয় বাসিন্দাদের অনেকে ভূমিকম্পের মুহূর্তে বেশ কিছু ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন।

 

উল্লেখ্য, গত কয়েক মাস ধরেই উত্তর ভারতের রাজস্থান রাজ্যে ছোট থেকে মাঝারি মাত্রার একের পর এক ভূমিকম্প হচ্ছে।

এর আগে চলতি বছরের ২৪ জানুয়ারি ও ২১ মার্চ জয়পুর এবং রাজস্থানের বেশ কিছু জেলায় শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছিল।

সেসময়ও লোকজন আতঙ্কে ঘর থেকে বের হয়ে এসেছিলেন। এছাড়া সম্প্রতি সিকর জেলাতেও ভূমিকম্পকে ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সাধারণত এই ধরনের ছোট ছোট কম্পনকে বড় কোনো ভূমিকম্পের ইঙ্গিত বলেই মনে করা হয়।

এদিকে শুক্রবার ভোরে ভূমিকম্প অনুভূত হয়েছে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরেও।

এদিন ভোর ৫টা ১ মিনিটে কেঁপে ওঠে সাম্প্রতিক মাসগুলোতে অস্থিতিশীল এই রাজ্যটি। উখুরুলের ভূপৃষ্ঠ থেকে ২০ কিলোমিটার গভীরে ছিল কম্পনের কেন্দ্র।

আর কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৩ দশমিক ৫।

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com