1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : NobannoTV : admin Nobannotv
ভারতে পঞ্চায়েত নির্বাচনে সহিংসতার ব্যাপক সংঘর্ষ — Nobanno TV
বুধবার, ০৯ জুলাই ২০২৫, ১২:১০ অপরাহ্ন

ভারতে পঞ্চায়েত নির্বাচনে সহিংসতার ব্যাপক সংঘর্ষ

নবান্ন
  • আপডেট সময় : শনিবার, ৮ জুলাই, ২০২৩
  • ১৫৪ বার পঠিত
পঞ্চায়েত

ভারতের পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটেছে।

ভোটগ্রহণ শুরুর প্রথম চার ঘণ্টার মধ্যেই অন্তত ৯ জন নিহত হয়েছেন।

শনিবার (৮ জুলাই) রাজ্যের ২২টি জেলার ৬৩ হাজার ২২৯টি গ্রাম পঞ্চায়েত আসন,

৯ হাজার ৭৩০টি পঞ্চায়েত সমিতির আসন এবং

৯২৮টি জেলা পরিষদের আসনে তিন স্তরের গ্রাম পঞ্চায়েত নির্বাচন শুরু হয়।

এতে মোট ভোটার সংখ্যা ৫ কোটি ৬৭ লাখ।

কর্মকর্তারা জানিয়েছেন, নিহতদের মধ্যে পাঁচজন তৃণমূল সদস্য;

বিজেপি, বাম ও কংগ্রেসের একজন করে কর্মী এবং একজন স্বতন্ত্র প্রার্থীর সমর্থক।

সংঘর্ষের পেছনে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত কেন্দ্রীয় বাহিনীর ব্যর্থতাকে দায়ী করছে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস।

সহিংস সংঘর্ষে বেশ কয়েকজন আহত হওয়ার পাশাপাশি অন্তত দুটি ভোটকেন্দ্রে ব্যালট বাক্স ভাঙচুর করা হয়েছে।

গত ৮ জুন নির্বাচনের তারিখ ঘোষণার পর থেকে রাজ্যজুড়ে নির্বাচনকে কেন্দ্র করে শুরু হয় ব্যাপক সংঘর্ষ।

শুক্রবার (৭ জুলাই) এসব সংঘর্ষে এক কিশোরসহ ১৫ জন নিহত হন।

শনিবারের ৯ জনসহ মোট ২৪ জনের প্রাণহানি হয়েছে।

রাজ্যের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস ও বিরোধী দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)

এসব সহিংসতার জন্য একে-অপরকে দোষারোপ করেছে।

আরও পড়ুন :

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com