1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
ভারতের হিমাচলে ভারি বৃষ্টিপাতে ৬ জনের মৃত্যু — Nobanno TV
মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ০২:১১ পূর্বাহ্ন

ভারতের হিমাচলে ভারি বৃষ্টিপাতে ৬ জনের মৃত্যু

নবান্ন
  • আপডেট সময় : সোমবার, ২৬ জুন, ২০২৩
  • ১৮৭ বার পঠিত
ভারতের হিমাচলে ভারি বৃষ্টিপাতে ৬ জনের মৃত্যু

ভারতের হিমাচল প্রদেশে ভারি বৃষ্টিপাতে ৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১০ জন।

বৃষ্টিতে রাজ্যের বিভিন্ন জায়গায় ভূমিধস ও আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে।

ভারতীয় বার্তা সংস্থা এএনআইয়ের এক প্রতিবেদনে হতাহতের তথ্য নিশ্চিত করা হয়েছে।

রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনীর প্রিন্সিপাল সেক্রেটারি ওঙ্কার চাঁদ শর্মা বলেন,

টানা বৃষ্টিতে ৬ জনের মৃত্যু ও ১০ জন আহত হয়েছেন। ৩০৩টি গবাদি পশুর মৃত্যু হয়েছে।

বৃষ্টিতে এখনও পর্যন্ত তিন কোটি রুপির ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ১২৪টি রাস্তা।

এদিকে হিমাচলের বিভিন্ন এলাকায় ধস নামায় রোববার সন্ধ্যা থেকে মান্ডি ও কুলুর মধ্যে সংযোগকারী জাতীয় সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

এতে চরম ভোগান্তিতে পড়েছেন পর্যটকরা।

১৫ কিমি রাস্তাজুড়ে যানজটে আটকা পড়েছেন অন্তত ২০০ জন। তাদের মধ্যে অধিকাংশই পর্যটক।

আশপাশে কোনো হোটেলে রুম খালি নেই। ফলে চরম দুর্ভোগে পড়েছেন তারা।

 

আরও পড়ুন :

 

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com