প্রেম মানে না কোনো বাধা, দেখে না কোনো গোত্র-বর্ণ-পরিচয়। মনের মিল খুঁজে পেলেই হলো। এমনকি মুঠোফোন চোরের প্রেমে পড়াও। হ্যাঁ, বাস্তবেই এমন ঘটনা ঘটেছে ব্রাজিলের এক নারীর সঙ্গে।
প্রতিবেদনে বলা হয়েছে, ব্রাজিলিয়ান ওই নারীর নাম এমানুয়েলা।
স্থানীয় সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে নিজের প্রথম প্রেম সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, আমি রাস্তা দিয়ে হাঁটছিলাম, হাতে ছিল মুঠোফোন, কাঁধে ঝোলানো ব্যাগ।
হঠাৎ এক ব্যক্তি ছোঁ মেরে আমার হাতের মুঠোফোন কেড়ে নিয়ে যায়।
পরে অবশ্য ঘটনা অন্যদিকে মোড় নেয়।
সাক্ষাৎকার দেয়ার সময় এমানুয়েলার পাশেই ছিলেন তার প্রেমিক যুবক।
তিনিও জানিয়েছেন কীভাবে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়লেন তারা।
ওই যুবক বলেন, আমি খুব খারাপ অবস্থার ভেতর দিয়ে যাচ্ছিলাম।
কারণ আমার কোনো প্রেমিকা ছিল না।
ফোনটি চুরির পর আমি ফোনে যখন ওর ছবি দেখলাম, তখন নিজেই নিজেকে বললাম, কী সুন্দর এক রমণী!
আলাপকালে যুবক বলেন, এরকম সুন্দরী তো প্রতিদিন দেখা যায় না।
তখন থেকেই মেয়েটির ফোন চুরি করা নিয়ে আক্ষেপ করতে থাকেন যুবক।
পরে এমানুয়েলাকে খুঁজতে শুরু করেন তার মুঠোফোন ছিনিয়ে নেয়া ওই যুবক।
একদিন এমানুয়েলার দেখাও পেয়ে যান তিনি।
ভালো লাগা দ্রুত ভালোবাসার সম্পর্কে রূপ নেয়।
এরপর দুই বছর তারা চুটিয়ে প্রেম করেন।
সম্প্রতি এই যুগলের বিয়ে হয়েছে। তাদের এমন ‘অদ্ভুত’ প্রেম ও বিয়ের গল্প বেশ আলোড়ন ফেলেছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
সাক্ষাৎকারের সময় সাংবাদিক জিজ্ঞেস করেন, তার মানে, আপনি প্রথমে তার ফোন চুরি করলেন, এরপর মন? জবাবে সেই চোর যুবক বলেন, ঠিক তাই!
এরইমধ্যে সেই সাক্ষাৎকারের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
এতে হাজার হাজার মানুষ প্রতিক্রিয়া জানিয়েছেন।
একজন লেখেন, ‘প্রথমে কৌতুক মনে হচ্ছিল… কিন্তু এটি সত্য।’
আরেক ব্যক্তির মন্তব্য, ‘ভালোবাসায় সবই সম্ভব।’
আরও পড়ুন :