শহিদ কাপুর ও কারিনা কাপুরের অন্যতম জনপ্রিয় রোমান্টিক সিনেমা হলো ‘জাব উই মেট’ । গত দুই দশকেও কমেনি সিনেমাটির জনপ্রিয়তা।
বিশেষ করে কারিনা কাপুরের চরিত্রটি বেশ পরিচিত ও নতুন প্রজন্মের ওপর এখনো প্রভাব রয়েছে।
একইভাবে শহিদ কাপুরের পারফরম্যান্স ও স্টাইলেও মুগ্ধ বহু মানুষ।
এই মুভির একটি গানে ড্যান্স করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এক তরুণ ও তরুণী। গানটির নাম তুম সে হি।
আনু নামের এক টুইটার ব্যবহারকারী ভিডিওটি শেয়ার করেছেন।
এতে দেখা যাচ্ছে,
ওই তরুণ ও তরুণী তুমুল বৃষ্টির মধ্যেই রাস্তার ফুটপাতে গানের তালে নাচছেন।
এ সময় দুজনই আসল গানের সঙ্গে তাল মিলিয়ে স্টেপ দিচ্ছেন। পেছনে প্রধান রাস্তা দিয়ে চলছে গাড়ি।
পুরো বিষয়টি উপভোগ করেন তারা। এ সময় অনেকে তাদের দুইজনের দিকে তাকিয়ে ছিলেন।
তার পোস্টের ক্যাপশন ছিল দিস অর নাথিং, নজর না লাগে।
ভিডিওটি শেয়ার করার পরই কয়েক লাখ ভিউ হয়েছে। লাইকও দিয়েছেন হাজার হাজার মানুষ।
ভিডিওটি দেখার পর একজন ব্যবহারকারী লিখেছেন, অনেক সুন্দর হয়েছে। আমি কাঁন্না করছি।
আরেকজন লিখেছেন, আমি আশা করছি, তারা সারা জীবন এমনভাবেই কাটাবে।
অন্য এক ব্যক্তি মন্তব্য করেছেন, জনসাধারণকে বিরক্তির দায়ে পুলিশ আপনাকে গ্রেফতার করার আগ পর্যন্ত সবই ঠিক আছে।
এক ব্যবহারকারী লিখেছেন, সম্পর্ক চিরকাল এমনই থাকুক। একজন লিখেছেন, ফুটপাত হচ্ছে ভারতে নাচের স্থান।
আরও একজন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী লিখেছেন, এরকম ভেজার একদিন পড়েই আমি জ্বরে ভুগতাম।
তাছাড়া অনেকেই মন্তব্য করেছেন, লাইক ও প্রতিক্রিয়া পাওয়ার জন্যই এ ধরনের ভিডিও বানানো হয়েছে।
আরও পড়ুন :