বিগ বস ওটিটির নতুন সিজনে সঞ্চালনার দায়িত্ব পেয়েছেন ‘মিস্টার ইন্ডিয়া’খ্যাত বলিউড অভিনেতা অনিল কাপুর। শো’টি জুনেই শুরু হতে পারে বলে ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছে।
এই সিজনকে ঘিরে নির্মাতারা প্রোমো শেয়ার করেছেন সামাজিক মাধ্যমে। যা শুরু হচ্ছে অনিল কাপুরের একটি ভয়েসভার দিয়ে। আলো আঁধারির মধ্যে একটি বাদশাহী চেয়ারে বসে রয়েছেন অনিল। পাশ থেকে একজন বলে ওঠেন- ‘স্যার ঝাক্কাস’! যার উত্তরে অনিল বলেন, ‘বহুত হোগায়া ঝাক্কাস, করতে হ্যায় না কুছ অর খাস।’
এদিকে নতুন প্রোমো নিয়ে সামাজিক মাধ্যমে তোলপাড় শুরু হয়েছে। সঞ্চালনা থেকে বলিউডের ভাইজানখ্যাত অভিনেতা সালমান খান বাদ পড়ায় ক্ষেপেছেন অনুরাগীরা।
দীর্ঘদিন ধরেই গুঞ্জন ছিল বিগ বসের সঞ্চালনা থেকে সরে দাঁড়াবেন সালমান। তবে সেটা যে এই সিজনেই তা প্রোমো প্রকাশের পর জানতে পারলেন তার ভক্ত-অনুরাগীরা।
আজকাল ইনের খবরে বলা হয়েছে, নতুন সিজনের সম্ভাব্য প্রতিযোগিরা হলেন, শেহজাদা ধামি, প্রতীক্ষা হনমুখে, ম্যাক্সটার্ন, চন্দ্রিকা দীক্ষিত! বাকি প্রতিযোগিদের নাম এখনও নিশ্চিত হয়নি।
গত সিজনে এই অনুষ্ঠানটি সঞ্চালনা করেছিলেন সালমান খান। ওই সিজনে বিজয়ী হয়েছিলেন এলভিস যাদব।