বাবার সহকর্মীদের কাছে ধর্ষণের শিকার হয়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে দুই বোন। তাদের বয়স মাত্র ১৩ ও ১৫ বছর।
এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগীদের বাবা।
সম্প্রতি ভারতের রাজস্থানে ঘটেছে এই বর্বরোচিত এই ঘটনা। গত শুক্রবার (২৮ জুলাই) আলওয়ার জেলার এনইবি থানায় মামলা করেছেন ভুক্তভোগী মেয়ে দুটির বাবা।
এজাহারে তিনি অভিযোগ করেছেন, তার ১৫ ও ১৩ বছর বয়সী দুই মেয়ে ধর্ষণ করেছেন সাপ্পি ও সুবহান নামে দুই ব্যক্তি। খবর- এনডিটিভি’র।
পুলিশ জানিয়েছে, বড় মেয়েটি পেটে ব্যথা ও অন্যান্য স্বাস্থ্য সমস্যার কথা জানানোর পরেই ধর্ষণের বিষয়টি জানাজানি হয়।
বাবা-মা মেয়েটিকে একজন চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি জানান, সে সাড়ে সাত মাসের অন্তঃসত্ত্বা।
এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে মেয়েটি জানায়, সাপ্পি ও সুবহান তাকে ধর্ষণ করেছে। শুধু তাকেই নয়, তার ছোট বোনকেও ধর্ষণ করা হয়েছে।
মেয়েটির দাবি, এই ঘটনার কথা কাউকে বললে তাদের মেরে ফেলার হুমকি দিয়েছিল অভিযুক্তরা।
ভুক্তভোগী মেয়ে দুটির বাবার স্থানীয় একটি ইটের ভাটায় কাজ করেন। ভাটার পাশেই পরিবার নিয়ে থাকতেন তিনি।
পুলিশ সুপার (আলওয়ার) আনন্দ শর্মা বলেছেন, গত শুক্রবার এনইবি থানায় একটি এফআইআর (FIR) নথিভুক্ত করা হয়েছে।
মেয়ে দুটির মেডিক্যাল পরীক্ষা করা হয়েছে। ডাক্তারি পরীক্ষায় নিশ্চিত হওয়া গেছে, তারা উভয়েই অন্তঃসত্ত্বা। ছোট মেয়েটি আড়াই মাসের অন্তঃসত্ত্বা।
এনইবি এসএইচও অনিল জৈন জানিয়েছেন, এ ঘটনায় তদন্ত চলছে। তবে এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি।