1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
বাইডেনের শিক্ষাঋণ মওকুফের সিদ্ধান্ত সুপ্রিম কোর্টে — Nobanno TV
শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ০৪:৫৩ পূর্বাহ্ন

বাইডেনের শিক্ষাঋণ মওকুফের সিদ্ধান্ত সুপ্রিম কোর্টে

নবান্ন
  • আপডেট সময় : শনিবার, ১ জুলাই, ২০২৩
  • ১১৮ বার পঠিত
মওকুফের

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ঘোষিত ৪৩০ বিলিয়ন ডলারের শিক্ষাঋণ মওকুফের সিদ্ধান্তটি আটকে দিয়েছেন সুপ্রিম কোর্ট।

এ ধরনের সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার বাইডেন প্রশাসনের নেই বলে জানিয়েছেন দেশটির সর্বোচ্চ আদালত।

শুক্রবার (৩০ জুন) প্রধান বিচারপতি জন রবার্টস ৬-৩ ব্যবধানে সংগরিষ্ঠতার ভিত্তিতে সিদ্ধান্তটির ওপর স্থগিতাদেশ দেন।

নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী শিক্ষার্থীপ্রতি ১০ থেকে ২০ হাজার ডলারের ‍ঋণ মওকুফ করতে চেয়েছিলেন বাইডেন।

মার্কিন অর্থ বিভাগ ৪৩০ বিলিয়ন ডলারের ঋণ মওকুফের কর্মসূচিও হাতে নিয়েছিল।

যার ফলে ঋণগ্রহণকারী ৯০ শতাংশ শিক্ষার্থী উপকৃত হতো বলে মনে করেছিল বাইডেন প্রশাসন।

যদিও সুপ্রিম কোর্টের রায়ে বাইডেনের এ প্রোগ্রাম আটকে গেল।

সুপ্রিম কোর্টের এমন সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছেন প্রেসিডেন্ট বাইডেন।

এমন সিদ্ধান্তে মার্কিনরা ক্ষুব্ধ হবেন উল্লেখ করে তিনি বলেন, বিদ্যমান আইনকানুন ব্যবহার করেই বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের ঋণের বোঝা কমানোর উদ্যোগ নেয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

২০২০ সালের নির্বাচনের আগে বাইডেনে শিক্ষাঋণের বোঝা কমানোর অঙ্গীকার নিয়েছিলেন।

গত ১৫ বছরে দেশটিতে শিক্ষাঋণের পরিমাণ প্রায় তিনগুণ বেড়েছে।

২০০৭ সালে মার্কিন শিক্ষার্থীদের ওপর ঋণের বোঝা ছিল প্রায় ৫০০ বিলিয়ন ডলার, যা এখন বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ৬০ হাজার কোটি ডলারে।

যুক্তরাষ্ট্রের প্রায় চার কোটি ৩০ লাখ মানুষ শিক্ষাঋণের জালে জর্জরিত।

আরও পড়ুন :

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com