1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
ফ্রান্সে এক রাতে গ্রেপ্তার ১৩০০ বিক্ষোভকারী — Nobanno TV
সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১১:১৯ পূর্বাহ্ন

ফ্রান্সে এক রাতে গ্রেপ্তার ১৩০০ বিক্ষোভকারী

নবান্ন
  • আপডেট সময় : রবিবার, ২ জুলাই, ২০২৩
  • ১১৫ বার পঠিত
ফ্রান্সে এক রাতে গ্রেপ্তার ১৩০০ বিক্ষোভকারী

পুলিশের গুলিতে কিশোর নিহতের ঘটনায় বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ফ্রান্সে । দেশটির বেশ কয়েকটি শহরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অভিযান শুরু করেছে পুলিশ। শুক্রবার রাতে এক হাজার ৩০০ জনেরও বেশি বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে বিক্ষোভ চলাকালীন ফ্রান্সের বিপণিবিতানগুলোতে লুটপাটের খবরও পাওয়া গেছে।

পুলিশের হাতে ওই কিশোরের মৃত্যুর ঘটনায় এখন পর্যন্ত এক হাজার ৩৫০টিরও বেশি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রাজপথে দুই হাজার ৬৫০টি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ বিশেষ ইউনিটসহ প্রায় ৪৫ হাজার কর্মকর্তাকে মোতায়েন করেছে সরকার। তারপরেও ৩১টি থানায় হামলা হয়েছে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানা শনিবার জানিয়েছেন, শুক্রবার রাতে এক হাজার ৩১১ জনকে আটক করা হয়েছে। উত্তেজনা শুরু হওয়ার পর এটিই সবচেয়ে বড় ধরপাকড়।

 

আরও পড়ুন :

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com