ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে হাতে তৈরি একটি সেতার উপহার দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এছাড়া ফরাসি প্রেসিডেন্টের স্ত্রী ব্রিগিটি ম্যাক্রোঁকে একটি সিল্কের শাড়ি উপহার দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী।
প্রতিবেদনে বলা হয়েছে,
বাস্তিল দিবসের কর্মসূচিতে অংশ নিতে ফ্রান্স সফর করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এ সফরে ফরাসি প্রেসিডেন্ট ও তার স্ত্রীর জন্য উপহার নিয়ে গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী।
ম্যাঁক্রোকে যে সেতারটি মোদি দিয়েছেন, সেটি চন্দন কাঠের তৈরি।
হিন্দু ধর্মাবলম্বীদের দেবী সরস্বতী ও দেবতা গনেশ সেতার ধরে রেখেছেন-এমন একটি চিত্র ফুটিয়ে তোলা হয়েছে এতে।
অপরদিকে তার স্ত্রীকে যে শাড়ি দেয়া হয়েছে সেটি-পঁচাম্পলী সিল্ক ইকাত শাড়ি।
চন্দনের কাঠের বাক্সের ভেতর রাখা আছে দামী এ শাড়িটি।
তেলেঙ্গানা রাজ্যের পঁচাম্পলীতে এটির উৎপত্তি।
চন্দন কাঠের যে বাক্সের ভেতর শাড়িটি রাখা আছে এতেও ইতিহাসের বিভিন্ন চিত্র ফুটিয়ে তোলা হয়েছে।
এদিকে ফ্রান্সের সর্বোচ্চ সম্মানে ভূষিত হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
দেশটির স্থানীয় সময় বৃহস্পতিবার (১৩ জুলাই) মোদির হাতে লিজিয়ঁ দ্য অনারের গ্র্যান্ড ক্রস তুলে দেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রোঁ।
প্রতিবেদনে বলা হয়,
বৃহস্পতিবার ফ্রান্সে পৌঁছান নরেন্দ্র মোদি।
সেখানেই একটি অনুষ্ঠানে তার হাতে তুলে দেয়া হয় লিজিয়ঁ দ্য অনারের গ্র্যান্ড ক্রস।
ফ্রান্সের সাধারণ নাগরিক ও সামরিক ব্যক্তিত্বদের মধ্যে এই লিজিয়ঁ দ্য অনারই সবচেয়ে বড় সম্মাননা।
প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসাবে এ সম্মাননা পেলেন মোদি।
এর আগে ১৩টি দেশের সর্বোচ্চ সম্মান পেয়েছেন মোদি।
উল্লেখ্য,
ইমানুয়েল ম্যাক্রোঁর আমন্ত্রণে দুই দিনের রাষ্ট্রীয় সফরে বৃহস্পতিবার (১৩ জুলাই) ফ্রান্সে যান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
আরও পড়ুন :