1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
প্রথমবারের মতো নারীর মৃত্যুদণ্ড কার্যকর করল সিঙ্গাপুর — Nobanno TV
মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৩:১৩ অপরাহ্ন

প্রথমবারের মতো নারীর মৃত্যুদণ্ড কার্যকর করল সিঙ্গাপুর

নবান্ন
  • আপডেট সময় : শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩
  • ১৭১ বার পঠিত
প্রথমবারের

সিঙ্গাপুরে প্রায় ২০ বছরের মধ্যে প্রথমবারের মতো মাদক মামলায় একজন নারীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

শুক্রবার (২৮ জুলাই) ওই নারীর মৃত্যুদণ্ড কার্যকর হবে বলে জানিয়েছে স্থানীয় মানবাধিকার গ্রুপ ট্রান্সফরমেটিভ জাস্টিস কালেকটিভ (টিজেসি)।

প্রতিবেদনে বলা হয়েছে,

সিঙ্গাপুরের নাগরিক সারিদেউই জামানি (৪৫) ২০১৮ সালে ৩০ গ্রাম হেরোইন পাচারের জন্য দোষী সাব্যস্ত হন।

সিঙ্গাপুরের মোহাম্মদ আজিজ বিন হুসেনের পরে এই সপ্তাহে মাদকের জন্য দ্বিতীয় আসামিকে মৃত্যুদণ্ড দেয়া হলো।

২০২২ সালের মার্চ থেকে যা ১৫তম।

সিঙ্গাপুরে বিশ্বের কিছু কঠিনতম মাদকবিরোধী আইন রয়েছে,

যেগুলো সমাজকে রক্ষা করার জন্য প্রয়োজনীয় বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।

সিঙ্গাপুরে আইনে ৫০০ গ্রামের বেশি গাঁজা বা ১৫ গ্রাম হেরোইন পাচার করলে মৃত্যুদণ্ড দেয়া হবে।

সিঙ্গাপুরের সেন্ট্রাল নারকোটিক্স ব্যুরো (সিএনবি) এক বিবৃতিতে জানিয়েছে,

সারিদেউইকে ২০১৮ সালের ৬ জুলাই আইনের অধীনে যথাযথ প্রক্রিয়ায় মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে,

গত বছরের ৬ অক্টোবর সর্বোচ্চ আদালত তার দোষী সাব্যস্ত হওয়ার বিরুদ্ধে করা আপিল খারিজ করে দেয়।

প্রেসিডেন্টের কাছে করা ক্ষমার জন্য আবেদনও ব্যর্থ হয়েছে।

২০১৭ সালে ৫০ গ্রাম হেরোইন পাচারের অপরাধে দোষী সাব্যস্ত হওয়ার পর বুধবার আজিজকে ফাঁসিতে ঝুলানোর ঠিক দুই দিন পরেই তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

সিঙ্গাপুরভিত্তিক মানবাধিকার গোষ্ঠী ট্রান্সফরমেটিভ জাস্টিস কালেক্টিভের মতে,

সারিদেউই সিঙ্গাপুরে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই নারীর একজন।

তারা বলছে,

২০০৪ সালে ইয়েন মে উয়েন নামে একজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল।

মাদক পাচারের দায়ে দোষী সাব্যস্ত হয়েছিলেন তিনি।

আরও পড়ুন :

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com