দক্ষিণ কোরিয়ার একটি চিড়িয়াখানায় দৈত্যকার একটি পান্ডা যমজ শাবকের জন্ম দিয়েছে।
দেশটিতে এই প্রথমবারের মতো কোনো পান্ডা যমজ সন্তানের জন্ম দিল।
প্রতিবেদনে বলা হয়েছে,
৭ জুলাই দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের দক্ষিণ-পূর্বে এভারল্যান্ড রিসোর্ট থিম পার্ক চিড়িয়াখানায় এই যমজ শাবকের জন্ম হয়।
মঙ্গলবার (১১ জুলাই) চিড়িয়াখানা কর্তৃপক্ষ এই ঘোষণা দেয়।
জায়ান্ট আই বাও নামের ওই পান্ডা যমজ সন্তানের জন্ম দিয়েছে।
চিড়িয়াখানার প্রধান ডংগি চুং বলেন,
‘পান্ডাদের আরও ভালো সুরক্ষা এবং সংরক্ষণের আহ্বান জানানোর জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ বলে মনে হচ্ছে, যা বিপন্ন প্রজাতির প্রতীক হয়ে উঠেছে।’
আই বাও এবং তার দুই নবজাতক ভালো আছে।
পান্ডার যমজ সন্তান জন্ম দেয়ার ঘটনা রীতিমতো বিরল।
জন্ম দিলেও প্রাকৃতিক পরিবেশে দুটি সন্তানের বেঁচে থাকার ঘটনা খুবই কম।
কারণ মা পান্ডা কেবল একটি সন্তানেরই যত্ন নেয়, দেখভাল করে।
পান্ডার প্রজনন মৌসুম খুব স্বল্প সময়ের হয়ে থাকে।
তাই এদের সন্তান জন্ম দেয়ার হারও খুব কম।
বলা হয়ে থাকে,
বিশ্বে বন্য পরিবেশে মাত্র ১ হাজার ৮০০ পান্ডা রয়েছে।
আর এর বেশির ভাগই আছে চীনের পশ্চিমাংশের সিচুয়ান এলাকার পার্বত্য অঞ্চলে।
এ অবস্থায় ভিনদেশের এক চিড়িয়াখানায় যমজ পান্ডা শাবকের জন্মের ঘটনায় রীতিমতো হইচই পড়ে গেছে।
এভারল্যান্ড চিড়িয়াখানার পরিচালক ইয়ুং ডং হি বলেন,
পান্ডা গবেষণায় চীন ও কোরিয়ার যৌথ প্রচেষ্টার ফসল এই যমজ পান্ডা।
২০১৬ সালে চীন আই বাও ও লি বাও নামে দুটি পান্ডা উপহার দেয় দক্ষিণ কোরিয়াকে।
২০২০ সালে তাদের প্রথম সন্তান ফু বাওয়ের জন্ম হয়।
এরও তিন বছর পর জন্ম নিল এই যমজ শাবক।
নতুন যমজদের নাম এখনও রাখা হয়নি।
আরও পড়ুন :