1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
পানির চাহিদা মেটাতে প্রস্রাবও ঘাম থেকে খাবার পানি তৈরি করবে নাসা
মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০২:৪৮ অপরাহ্ন

পানির চাহিদা মেটাতে প্রস্রাবও ঘাম থেকে খাবার পানি তৈরি করবে নাসা

নবান্ন
  • আপডেট সময় : সোমবার, ২৬ জুন, ২০২৩
  • ১৮২ বার পঠিত

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) পানির চাহিদা মেটাতে মহাকাশচারীদের ও গায়ের ঘাম থেকেই নাকি খাবার পানি তৈরি করবে মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসা। সেই পানি পুষ্টিগুণসমৃদ্ধ ও সুস্বাদু হবে বলে জানিয়েছে নাসা।

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে সহজে পানি সরবরাহ করা সম্ভব নয়। সবই পৃথিবী থেকে নিয়ে যেতে হয় মহাকাশচারীদের।

সেখানে মাধ্যাকর্ষণও নেই। মহাকাশচারীদের খাবারের চাহিদা মেটাতে মহাকাশেই ফসল ফলানোর চেষ্টা করা হচ্ছে।

সারাদিন কম করেও এক গ্যালন পানি লাগে মহাকাশ স্টেশনে। মহাকাশচারীদের খাওয়া, রান্নাবান্না, হাতমুখ ধোয়া সবই আছে।

এত পানি কোথা থেকে আসবে! নাসার বিজ্ঞানীরা তাই ঠিক করেছেন, মহাকাশচারীদের প্রস্রাব থেকেই তৈরি হবে খাবার পানি।

মহাকাশে কোনও কিছুই ফেলার নয়। এমন শূন্য মাধ্যাকর্ষণে (জিরো গ্র্যাভিটি) পৃথিবীর মতো বিলাসিতা সেখানে চলবে না।

তাই সবকিছুকেই রিসাইকেল করতে হবে। প্রস্রাব, গায়ের ঘামও বাদ যাবে না।

নাসার এনভায়রনমেন্ট কন্ট্রোল অ্যান্ড লাইফ সাপোর্ট সিস্টেম বিশেষ প্রক্রিয়ায় মহাকাশচারীদের প্রস্রাব ও গায়ের ঘাম বিশুদ্ধ করে তার থেকে পানি তৈরি করছে।

এনভায়রনমেন্ট কন্ট্রোল অ্যান্ড লাইফ সাপোর্ট সিস্টেম হলো কম্পিউটার হার্ডওয়ার সিস্টেম যাতে নানারকম অ্যালগোরিদম ও টেকনোলজি আছে।

ওয়াটার রিকভারি সিস্টেমও আছে যা বর্জ্য থেকে পানি তৈরি করতে পারে। এই প্রক্রিয়াটি করা হয় ওয়াটার প্রসেস অ্যাসেম্বলি দিয়ে।

এমনকী মানুষের ত্বক থেকে বেরনো ঘাম, নাকের নিঃশ্বাসও বিশুদ্ধ করতে পারে এই সিস্টেম।

নাসা জানিয়েছে, তাদের কাছে আছে আরও একটা সিস্টেম যার নাম ইউরিন প্রসেসর অ্যাসেম্বলি।

এই সিস্টেম প্রস্রাবকে বিশুদ্ধ করে। এই সিস্টেমের ভ্যাকিউম ডিস্টিলেশন প্রস্রাবকে প্রায় ৯৮ শতাংশ বিশুদ্ধ করে খাবার পানি তৈরি করতে পারে।

বিজ্ঞানী ক্রিস্টোফার ব্রাউন বলেন, প্রস্রাব থেকে তৈরি পানি এতটাই শুদ্ধ হবে যে, সেটি মহাকাশচারীদের স্বাস্থ্যের জন্যও ভালো হবে।

সূত্র: এনডিটিভি

 

আরও পড়ুন :

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com