1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
পাকিস্তানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৭ জন নিহত, ১০ জন আহত — Nobanno TV
সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১১:০৫ পূর্বাহ্ন

পাকিস্তানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৭ জন নিহত, ১০ জন আহত

নবান্ন
  • আপডেট সময় : সোমবার, ১০ জুলাই, ২০২৩
  • ৭৯ বার পঠিত
বিস্ফোরণে

পাকিস্তানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিনতলা ভবনে থাকা একটি হোটেল ধসে পড়েছে।

এতে অন্তত সাতজন নিহত এবং ১০ জন আহত হয়েছেন।

রোববার (৯ জুলাই) পাঞ্জাবের ঝিলামের গ্র্যান্ড ট্রাঙ্ক রোডে এ দুর্ঘটনা ঘটে।

ঝিলামের জেলা প্রশাসক সামিউল্লাহ ফারুক জিও নিউজকে জানিয়েছেন, বিস্ফোরণের কারণে ভবনের একটি হোটেল ধসে সাত জনের মৃত্যু হয়েছে।

এছাড়া আহত ১০ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও বলেন, ‘উদ্ধার প্রচেষ্টা চলছে এবং আমাদের দল এখানে উপস্থিত রয়েছে।

ধ্বংসস্তূপের নিচে চার থেকে পাঁচজন লোক থাকতে পারে বলে খবর পাওয়া গেছে।

শেষ আটকেপড়া ব্যক্তির কাছে পৌঁছানো এবং পুরো জায়গাটি পরিষ্কার না করা পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।

পুলিশ জানিয়েছে, জেলা সদর হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

সব কর্মী ও চিকিৎসককে দায়িত্বে থাকতে বলা হয়েছে।

যে ভবনটি ধসে পড়েছে ওই ভবনের বেজমেন্টে ১০ থেকে ১২টি গ্যাস সিলিন্ডার ছিল বলে জানা গেছে।

এর আগে, শনিবার (৮ জুলাই) পাঞ্জাবের সারগোধা জেলার ভালওয়াল তহসিলে একটি গাড়ির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে কমপক্ষে সাতজন নিহত এবং ১৪ জন আহত হন।

গত মাসেও দেশটিতে পৃথক তিনটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিন শিশুসহ অন্তত পাঁচজন নিহত ও সাতজন আহত হয়েছেন।

আরও পড়ুন :

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com