পাকিস্তানের লাহোরে ‘রেকর্ড ভাঙা’ বৃষ্টিতে অন্তত সাতজন নিহত হয়েছেন। এ শহরটিতে প্রবল বৃষ্টির কারণে তীব্র বন্যার সৃষ্টি হয় এবং বিভিন্ন অবকাঠামো বিধ্বস্ত হয়ে ওই ব্যক্তিরা মারা যান।
দেশটির পাঞ্জাব প্রদেশের অন্তর্বর্তীকালীন মুখ্যমন্ত্রী মহসিন নকভির মতে, ছাদ ধসে, পানিতে ডুবে এবং বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অন্তত সাতজন নিহত হয়েছেন।’
তিনি জানান, লাহোরে আজ ২৯১ মিলিমিটারের “রেকর্ড” বৃষ্টিপাত হয়েছে। এটা খুবই অপ্রত্যাশিত ঘটনা।
এর আগে শহরের বিভিন্ন অংশ সফর করার সময় নকভি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
ওই সময় তিনি বলেন, আমরা লাহোরের প্রধান রাস্তাগুলো পরিষ্কার করতে এবং নিমজ্জিত এলাকাগুলো থেকে পানি নিষ্কাশনের জন্য শহরজুড়ে অসংখ্য কর্মচারীকে নিয়োগ করেছি।
নাকভি বলেন, লাহোর খালের পানির কারণে এ শহরটির মুসলিম টাউন, গার্ডেন টাউন এবং গুলবার্গের মতো এলাকাগুলো ব্যাপকভাবে প্লাবিত হয়েছে।
তিনি আরও বলেন যে আগের দিন রাত ৯টায় শহরে আরেকটি বৃষ্টিপাতের শঙ্কা ছিল। এজন্য শহর কর্তৃপক্ষও প্রস্তুতি নিচ্ছিল।
নাকভি আরও জানান, তিনি নিজেই শহরজুড়ে অসংখ্য কর্মচারীর বিভিন্ন কাজকর্ম পর্যবেক্ষণ করছেন।
সূত্র : ডন
আরও পড়ুন