1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনে পুনর্নির্বাচনে ভোটগ্রহণ শুরু — Nobanno TV
মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩৯ অপরাহ্ন

পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনে পুনর্নির্বাচনে ভোটগ্রহণ শুরু

নবান্ন
  • আপডেট সময় : সোমবার, ১০ জুলাই, ২০২৩
  • ৬৭ বার পঠিত
ভোটগ্রহণ

পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনে ৬৯৬টি ভোটকেন্দ্রে পুনর্নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে।

সোমবার (১০ জুলাই) সকাল ৭টায় ভোটগ্রহণ শুরু হয়।

চলবে বিকেলে ৫টা পর্যন্ত। খবর দ্য হিন্দুর।

শনিবার (৮ জুলাই) রাজ্যের ২২টি জেলার ৬৩ হাজার ২২৯টি গ্রাম পঞ্চায়েত আসন,

৯ হাজার ৭৩০টি পঞ্চায়েত সমিতির আসন এবং

৯২৮টি জেলা পরিষদের আসনে তিন স্তরের গ্রাম পঞ্চায়েত নির্বাচন হয়।

কিন্তু ওই নির্বাচনকে ঘিরে অধিকাংশ জেলায় ব্যাপক সহিংসতা দেখা যায়।

ভোট লুট, ব্যালট বাক্স ছিনিয়ে নেওয়া, ভোটারদের প্রভাবিত করা, ভয় দেখানো, মারধর, বোমা, গুলি চালানোর মতো ঘটনা ঘটে।

ভোটের দিনই সহিংসতায় মৃত্যু হয় ১৫ জনের।

সেই পরিপ্রেক্ষিতে রাজ্য নির্বাচন কমিশন ৬৯৬টি ভোটকেন্দ্রে পুনরায় ভোটের সিদ্ধান্ত নেয়।

রোববার (৯ জুলাই) রাতে রাজ্য নির্বাচন কমিশন জানায়, মুর্শিদাবাদ জেলায় সবচেয়ে বেশি ১৭৫টি বুথে ভোট নেয়া হবে।

এছাড়া মালদহে (১০৯), নদীয়া (৮৯), কোচবিহার (৫৩) উত্তর চব্বিশ পরগনা (৪৬), উত্তর দিনাজপুর (৪২), দক্ষিণ ২৪ পরগনা (৩৬),

পূর্ব মেদিনীপুর (৩১), হুগলি (২৯), দক্ষিণ দিনাজপুর (১৮), জলপাইগুড়ি (১৪), বীরভূম (১৪), পশ্চিম মেদিনীপুর (১০), বাঁকুড়া (৮),

হাওড়া (৮), পশ্চিম বর্ধমান (৬), পুরুলিয়া (৪), পূর্ব বর্ধমান (৩), এবং আলিপুরদুয়ার জেলায় একটি বুথে পুনরায় ভোট নেয়া হবে।

প্রতিটি বুথে মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনীর চার জন জওয়ান।

৮ জুন পঞ্চায়েত নির্বাচনের তফসিল ঘোষণা পর থেকে পশ্চিমবঙ্গে এখন পর্যন্ত ৩৬ জন প্রাণ হারিয়েছেন।

আরও পড়ুন :

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com