1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
পরমাণু বিদ্যুৎ কেন্দ্র ১২শ মেগাওয়াট নির্মাণ কাজ উদ্বোধন করেছে — Nobanno TV
শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ০১:০৯ পূর্বাহ্ন

পরমাণু বিদ্যুৎ কেন্দ্র ১২শ মেগাওয়াট নির্মাণ কাজ উদ্বোধন করেছে

নবান্ন
  • আপডেট সময় : রবিবার, ১৬ জুলাই, ২০২৩
  • ২০৬ বার পঠিত
বিদ্যুৎ

পাকিস্তানের পাঞ্জাবে ১২শ মেগাওয়াট পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ কাজ উদ্বোধন করেছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

এর আগে চীনের সঙ্গে ৩.৫ বিলিয়ন মার্কিন ডলারের একটি চুক্তি সই হয়।

শুক্রবার (১৪ জুলাই) চীনের সহায়তায় চাশমা-৫ নামে এ বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের কাজ উদ্বোধন করা হয়।

প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ চুক্তিটিকে পাকিস্তান ও চীনের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বাড়ার প্রতীক হিসেবে বর্ণনা করেন।

তিনি অবিলম্বে প্রকল্পটি সম্পূর্ণ করারও প্রতিশ্রুতি দেন।

কেন্দ্রটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন,

চাশমা-৫ পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প নিজেই একটি বিশাল মাইলফলক।

এটি একটি বিশাল সাফল্যের গল্প এবং দুই বন্ধু দেশের সহযোগিতার একটি দারুণ প্রতীক।

প্রধানমন্ত্রী আরও বলেন, পরিচ্ছন্ন, দক্ষ এবং তুলনামূলকভাবে কম খরচে বিদ্যুৎ উৎপাদনের জন্য এ প্রকল্প অন্যান্য দেশের জন্য অনুকরণীয়।

এছাড়াও এ মডেল দুদেশের বন্ধুত্বের একটি নিদর্শন।

তিনি বলেন, নতুন বিদ্যুৎ কেন্দ্রটি আগামী সাত থেকে আট বছরের মধ্যে সম্পন্ন হবে।

প্রধানমন্ত্রী চীনের দীর্ঘকালীন এ সমর্থনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,

‘আমরা আমাদের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু চীনের ভূমিকা উল্লেখ না করলে গল্পটি অসম্পূর্ণ থেকে যাবে।

পাকিস্তানে বর্তমানে আরও দুটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু রয়েছে।

এগুলো হলো করাচি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ২ ও ৩।

এই দুটি বিদ্যুৎ কেন্দ্রের ক্ষমতা ২২৯০ মেগাওয়াট।

আরও পড়ুন :

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com