মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত ফলাফল এখনও ঘোষণা করা হয়নি। তবে নির্দিষ্ট ইলেক্টোরাল ভোটের চেয়ে (২৭০টি) অনেকটা বেশিই পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। পরবর্তী মার্কিন প্রেসিডেন্টের আসনে তিনিই বসছেন।
তবে কেবল ইলেক্টোরাল ভোট নয় ট্রাম্প পপুলার ভোটেও বাজিমাত করেছেন। তার প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসের চেয়ে ট্রাম্প ৪৭ লাখের বেশি পপুলার ভোট পেয়েছেন তিনি।
আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত মোট ৪৭টি অঙ্গরাজ্য ও রাজধানী ওয়াশিংটন ডিসির ফলাফল ঘোষণা করা হয়েছে। অ্যারিজোনা, নেভাদা ও মেইন অঙ্গরাজ্যের ফলাফল এখনো পাওয়া যায়নি। ট্রাম্প এখন পর্যন্ত ২৯৪টি ইলেক্টোরাল কলেজ ভোট পেয়েছেন। কমলা পেয়েছেন ২২৩টি।
ট্রাম্প ৭ কোটি ২৩ লাখ (গণনা হওয়া ভোটের ৫১ দশমিক ৮ শতাংশ), কমলা ৬ কোটি ৭৬ লাখ (৪৭ দশমিক ৫ শতাংশ) ভোট পেয়েছেন।
ডোনাল্ড ট্রাম্প আগামী বছরের ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ নেবেন।