পদত্যাগ করেছেন নিউজিল্যান্ডের বিচারমন্ত্রী কিরি অ্যালান।
গাড়ি দুর্ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার একদিন পরই তিনি পদত্যাগ করেন।
প্রতিবেদনে বলা হয়,
রোববার (২৩ জুলাই) নিউজিল্যান্ডের জাতীয় রাজধানী ওয়েলিংটনে একটি সড়ক দুর্ঘটনার জন্য বিচারমন্ত্রী কিরি অ্যালানকে হেফাজতে নেয় পুলিশ।
এরই জের ধরে তিনি আজ (সোমবার, ২৪ জুলাই) পদত্যাগ করেন।
দেশটির প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স বলেন, কিরি অ্যালান তাৎক্ষণিকভাবে সকল দপ্তর থেকে পদত্যাগ করেছেন।
সংবাদ সম্মেলনে হিপকিন্স জানান, অ্যালানের বিরুদ্ধে মোটর গাড়ির বেপরোয়া ব্যবহারের অভিযোগ আনা হয়েছে।
একই সঙ্গে নিঃশ্বাসে অতিরিক্ত অ্যালকোহলের রিডিং ফিরিয়ে দেয়া সংক্রান্ত একটি লঙ্ঘন নোটিশও জারি করা হয়েছে তার বিরুদ্ধে।
হিপকিন্স আরও বলেন, অ্যালান কয়েক দিন থেকেই অতিরিক্ত মানসিক চাপে রয়েছেন।
পদত্যাগ করার পর তিনি সংসদের সদস্য হয়ে থাকবেন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, নিউজিল্যান্ডের বিচারমন্ত্রীর পাশাপাশি আঞ্চলিক উন্নয়ন মন্ত্রী,
সংরক্ষণ মন্ত্রী এবং জরুরি ব্যবস্থাপনা মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করছিলেন কিরি অ্যালান।
মানসিক সমস্যার কারণে কিছুদিন ছুটি কাটিয়ে গত সোমবার সংসদীয় দায়িত্বে ফিরে আসেন তিনি।
চলতি বছরের মার্চ মাস থেকে মধ্য-বাম লেবার সরকার থেকে পদত্যাগ করা চতুর্থ মন্ত্রী কিরি অ্যালান।
চলতি বছরের অক্টোবরে দেশটিতে নির্বাচন হওয়ার কথা।
জনমত জরিপে প্রধান বিরোধী দল ন্যাশনাল পার্টির সঙ্গে ওই দলের তীব্র প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
আরও পড়ুন :