1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
নাইজারে অভ্যুত্থানের জেরে সামরিক হস্তক্ষেপের পরিকল্পনা করছে আফ্রিকা!
মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০২:০৬ অপরাহ্ন

নাইজারে অভ্যুত্থানের জেরে সামরিক হস্তক্ষেপের পরিকল্পনা করছে আফ্রিকা!

নবান্ন
  • আপডেট সময় : শনিবার, ৫ আগস্ট, ২০২৩
  • ৭২ বার পঠিত
অভ্যুত্থানের

নাইজারে অভ্যুত্থানের জেরে দেশটিতে সামরিক হস্তক্ষেপের পরিকল্পনা করছে পশ্চিম আফ্রিকার বেশ কয়েকটি দেশ।

নাইজারের বর্তমান ক্ষমতাসীন জান্তা প্রশাসনের ওপর পশ্চিমা বিভিন্ন দেশের পাশাপাশি এবার কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে প্রতিবেশী দেশগুলো।

প্রতেবেদনে বলা হয়েছে,

নাইজারের কোথায় এবং কখন আঘাত হানা হবে সে বিষয়ে পশ্চিম আফ্রিকার দেশগুলোর অর্থনৈতিক কমিউনিটি (ইসিওডব্লিউএএস) অভ্যুত্থানের হোতাদের আগে থেকে কিছু জানাবে না।

এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত পশ্চিম আফ্রিকার দেশগুলোর সরকারপ্রধানরা নেবেন বলে শুক্রবার নাইজেরিয়ায় তিন দিনব্যাপী বৈঠক শেষে জানিয়েছেন ইসিওডব্লিউএএস রাজনীতি,

শান্তি ও নিরাপত্তা বিষয়ক কমিশনার আবদেল ফাতাউ মুসা।

তিনি বলেন,

ইসিওডব্লিউএএস জোট এখনই নাইজারের কোথায় কখন হামলা চালানো হবে সে বিষয়ে কিছু জানাবে না।

জোটের সদস্য দেশগুলোর সরকার ও রাষ্ট্রপ্রধানরা এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

এবং তারাই এ হামলার প্রধান সমন্বয়কারীর ভূমিকা পালন করবেন।

এদিকে, নাইজারে হামলা হলে তার কঠোর জবাব দেয়ার হুঁশিয়ারি দিয়েছে দেশটির জান্তা সরকার।

এর আগে ১৫টি রাষ্ট্রের জোট ইসিওডব্লিউএএস ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে মুক্তি দিতে আগামী রোববার (৬ আগস্ট) পর্যন্ত সময় বেঁধে দেয়।

অভূত্থানের পর বৃহস্পতিবার (৩ আগস্ট) নাইজারের অন্তবর্তী সরকার প্রধান জেনারেল আব্দুর রহমানের সঙ্গে আলোচনা করতে একটি প্রতিনিধি দল পাঠায় ইসিওডব্লিউএএস জোট।

তবে সে উদ্যোগ ব্যার্থ হয়েছে বলে জানা গেছে।

এর আগে নাইজারের জান্তা সরকারের সঙ্গে সব ধরনের অর্থনৈতিক ও বাণিজ্যিক লেনদেন বন্ধের সিদ্ধান্ত নেয় পশ্চিম আফ্রিকার এ আঞ্চলিক অর্থনৈতিক জোটটি।

আরও পড়ুন :

নবান্নটিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com