চাঁদের উদ্দেশ্যে তৃতীয় অভিযান শুরু করেছে ভারত।
শুক্রবার (১৪ জুলাই) স্থানীয় সময় দুপুর ২টা ৩৫ মিনিটে অন্ধ্র প্রদেশের শ্রীহরিকোটা উৎক্ষেপণ কেন্দ্র থেকে চাঁদের উদ্দেশ্যে রওনা দেয় চন্দ্রযান ৩।
এনিয়ে উচ্ছ্বোসিত বলিউড তারকারা।
দ্য লঞ্চ ভেহিকল মার্ক থ্রি বা এলভিএম-৩ রকেট দিয়ে চাঁদের উদ্দেশ্যে যানটিকে উৎক্ষেপণ করা হয়।
এই অভিযানে সফল হলে ভারত হবে চাঁদে যান পাঠানো চতুর্থ দেশ।
এর আগে যুক্তরাষ্ট্র, সাবেক সোভিয়েত ইউনিয়ন এবং চীন চাঁদে নামতে সফল হয়েছে।
ভারতের এমন অর্জনে খুশি সাধারণ ভারতীয়দের পাশাপাশি বিনোদন পাড়ার তারকারাও।
তারাও অভিনন্দন জানিয়েছেন বিজ্ঞানীদের।
অজয় দেবগান টুইটারে লিখেছেন,
আজ সবার চোখ টিভি আর আকাশের দিকে, পুরো জাতি আরেকটি ঐতিহাসিক কৃতিত্বের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে।
ইসরোর মহান নারী ও পুরুষদের জন্য আমাদের শুভেচ্ছা এবং তাদের জন্য প্রার্থনা।’
সিদ্ধার্থ মালহোত্রা ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশানের বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়েছেন এবং
লিখেছেন, আজ চন্দ্রযান ৩ এর দারুণ উৎক্ষেপণের জন্য অভিনন্দন। আমাদের সবার জন্য এটি গর্বের।’
সনু সুদ লিখেছেন, ইতিহাস সৃষ্টি.. প্রত্যেক ভারতীয়র জন্য গর্বের মুহূর্ত।
কুনাল কাপুর টুইট করেছেন, ‘এটি একটি ঐতিহাসিক মুহূর্ত।
অভিনন্দন আমাদের সব বিজ্ঞানী, প্রকৌশলী এবং প্রযুক্তিবিদদের যারা এটি সম্ভব করেছেন।
অনেক শুভকামনা চন্দ্রযান৩।
দ্য লঞ্চ ভেহিকল মার্ক থ্রি সফলভাবে চন্দ্রযান ৩ কে একটি সুনির্দিষ্ট কক্ষপথে পৌঁছে দিয়েছে।
শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপণের পর ৯’শ সেকেন্ডের বেশি সময় পর মহাকাশযানটি দ্য লঞ্চ ভেহিকল মার্ক থ্রি থেকে আলাদা হয়।
ইসরো এখন মহাকাশযানটিকে চাঁদের রাস্তায় রাখার জন্য কাজ করছে।
৫ আগস্ট চন্দ্রযান-৩ চাঁদের কক্ষপথে পৌঁছানোর কথা রয়েছে এবং মাসের শেষের দিকে চাঁদে অবতরণের প্রত্যাশা করা হচ্ছে।
আরও পড়ুন :