1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
তুরস্কের প্রেসিডেন্ট জানিয়েছেন ন্যাটোর সদস্যপদ পাওয়ার যোগ্য — Nobanno TV
মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ০২:১৬ পূর্বাহ্ন

তুরস্কের প্রেসিডেন্ট জানিয়েছেন ন্যাটোর সদস্যপদ পাওয়ার যোগ্য

নবান্ন
  • আপডেট সময় : শনিবার, ৮ জুলাই, ২০২৩
  • ৯৯ বার পঠিত
তুরস্কের
ISTANBUL, TURKEY- JULY 08: Turkish President Recep Tayyip Erdogan and Ukrainian President Volodymyr Zelensky attend a joint press conference at the Vahdettin Mansion on July 8, 2023 in Istanbul, Turkey. (Photo by Ozan Guzelce/ dia images via Getty Images)

মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোতে ইউক্রেন সদস্যপদ পাওয়ার যোগ্য বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

স্থানীয় সময় শনিবার (8 জুলাই) ভোরে ইস্তাম্বুলে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে একটি যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

ইউক্রেনে রাশিয়ার সেনা অভিযানের ৫০০ দিন অতিবাহিত হওয়ার প্রেক্ষাপটে তুরস্ক সফরে যান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

সংবাদ সম্মেলনে এরদোয়ান বলেন, ‘কোনো সন্দেহ নেই যে ইউক্রেন ন্যাটোর সদস্যপদ পাওয়ার যোগ্য।

তবে দুই পক্ষের উচিত হবে শান্তি আলোচনায় ফিরে যাওয়া।

সংবাদ সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন,

‘আমি বিশ্বাস করি আমার দেশ ক্রিমিয়ার ওপর নিয়ন্ত্রণ ফিরে পাবে।

এ ছাড়া ইউক্রেনের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতাকে সমর্থন করার জন্য তুরস্ককে ধন্যবাদও জানাই।

তিনি বলেন, ‘আমরা ক্রিমিয়ার পরিস্থিতি নিয়ে কথা বলেছি।

যেটি রাশিয়া এখনও বেআইনিভাবে নিয়ন্ত্রণ করে।

যেকোনোভাবেই আমরা ক্রিমিয়ার ওপর আমাদের নিয়ন্ত্রণ ফিরে পাব।

এদিকে এরদোয়ানের সঙ্গে জেলেনস্কির বৈঠক পর্যবেক্ষণ করছে রাশিয়া।

রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন জানিয়েছে,

দুই রাষ্ট্রপ্রধানের বৈঠক নিবিড় পর্যবেক্ষণে আছে মস্কোর।

শুক্রবার (৭ জুলাই) এক সংবাদ সম্মেলনে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন,

‘তুরস্কের প্রেসিডেন্ট ও ইউক্রেনের প্রেসিডেন্টের বৈঠক আমাদের নিবিড় পর্যবেক্ষণের মধ্যে থাকবে।

তাদের আলোচনা থেকে কী ফলাফল বের হয়, তা জানতে আমরা সত্যিই আগ্রহী।

পেসকভ আরও বলেন ‘তুরস্কের সঙ্গে দীর্ঘদিন ধরে আমাদের একটি গঠনমূলক দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে,

ইউক্রেনে রুশ বাহিনী বিশেষ সামরিক অভিযান শুরুর পর তুরস্ক একাধিকবার মস্কো ও কিয়েভের মধ্যে মধ্যস্থতার ভূমিকা নিয়েছে।

তাই আলোচনার ফলাফল জানা আমাদের জন্য প্রয়োজনীয়ও।

আগামী ১১-১২ জুলাই ন্যাটো সামরিক জোটের শীর্ষ সম্মেলন শুরুর আগেই জেলেনস্কি সম্প্রতি ইউক্রেনের ন্যাটো সদস্যপদ বিডের জন্য সমর্থন জোগাতে চেক প্রজাতন্ত্র, স্লোভাকিয়া ও বুলগেরিয়া সফর করেছেন।

আরও পড়ুন :

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com