ভয়াবহ দাবদাহে বিপর্যস্ত বিশ্ব। এমন পরিস্থিতিতে তীব্র গরমে জাপান ও দক্ষিণ কোরিয়ায় ১৫ জনের মৃত্যু হয়েছে। দেশ দুটির কর্তৃপক্ষের বরাত দিয়ে মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য গার্ডিয়ান।
এরইমধ্যে মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার অধিকাংশ এলাকায় দাবদাহের সতর্কতা জারি করা হয়েছে। গরমজনিত কারণে দেশটিতে গত সাপ্তাহিক ছুটিতে ১২ জনের মৃত্যু হয়।
এদের মধ্যে ৫ জন কৃষক রয়েছেন। দক্ষিণ কোরিয়ায় তীব্র গরমের কারণে মৃতদের মধ্যে ৭ জনের বয়সই ৭০ বছরের উর্ধ্বে।
আর জাপানে প্রচন্ড গরমে ৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১৩ বছর বয়সী এক কিশোরীর মৃত্যু রয়েছে। স্কুল থেকে ফেরার পথে হিটস্ট্রোকে মারা যায় সে।
বিশেষজ্ঞরা বলছেন,
জীবাশ্ম জ্বালানির ব্যবহারে বিশ্ব উত্তপ্ত হচ্ছে। আর ধ্বংস হচ্ছে আবহাওয়া।
বিভিন্ন দেশের সরকার এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্বের ঝুঁকিপূর্ণ অঞ্চলসমূহে ভোগান্তিতে থাকা জনগণের জন্যে নানা ধরনের সতর্কতা জারি করছে।
তারা আরও বলছেন চরমভাবাপন্ন আবহাওয়ার কবলে পড়েছে বিশ্ব। একদিকে ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় ডুবছে তো আরেক দিকে পুড়ছে দাবদাহে।
এশিয়ার বিভিন্ন দেশে বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি প্রাণহানির ঘটনা ঘটছে। অন্যদিকে ইউরোপ ও আমেরিকা পুড়ছে দাবদাহে।
এ অবস্থায় উচ্চ তাপমাত্রা মোকাবিলায় বিশ্ববাসীকে প্রস্তুত থাকার পরামর্শ বিশেষজ্ঞদের।
আরও পড়ুন :