1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
জাতিসংঘ জানিয়েছে ইউক্রেন যুদ্ধে ৯ হাজার নাগরিক নিহত হয়েছে — Nobanno TV
শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ০১:৩৯ পূর্বাহ্ন

জাতিসংঘ জানিয়েছে ইউক্রেন যুদ্ধে ৯ হাজার নাগরিক নিহত হয়েছে

নবান্ন
  • আপডেট সময় : শনিবার, ৮ জুলাই, ২০২৩
  • ৭৮ বার পঠিত
যুদ্ধে

ইউক্রেন যুদ্ধে ৯ হাজার বেসামরিক নাগরিক নিহত হয়েছে। নিহতদের ৫০০ জনই শিশু।

শুক্রবার (৭ জুলাই) ইউক্রেন যুদ্ধের ৫০০তম দিন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জাতিসংঘ।

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া।

ইউক্রেনীয় বাহিনীর প্রতিরোধের মধ্যদিয়ে এক রক্তক্ষয়ী সংঘাতের সূচনা হয়।

শুক্রবার (৭ জুলাই) সেই সংঘাতের ৫০০ দিন পূর্ণ হয়েছে।

এদিন ইউক্রেনে জাতিসংঘের মানবাধিকার মনিটরিং মিশন (এইচআরএমএমইউ) এক বিবৃতিতে জানায়,

‘ইউক্রেন যুদ্ধে এখন পর্যন্ত কমপক্ষে ৯ হাজার বেসামরিক লোক নিহত হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।

যদিও প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি হতে পারে।

এইচআরএমএমইউ’র ডেপুটি হেড নোয়েল ক্যালহাউন বলেন,

‘আজ আমরা যুদ্ধের আরেকটি ভয়ঙ্কর মাইলফলক অতিক্রম করছি।

ইউক্রেনের বেসামরিক নাগরিকদের ওপর ভয়াবহ হামলা চলছে।’

এইচআরএমএমইউ’র রিপোর্ট মতে,

২০২২ সালের তুলনায় চলতি বছরের শুরুতে মাসিক গড় হতাহতের সংখ্যা কমে আসে।

কিন্তু সেই সংখ্যা মে ও জুন মাসে আবার বেড়েছে।

গত দুই সপ্তাহ ধরে ইউক্রেনীয় ও রুশ বাহিনীর সবচেয়ে মারাত্মক লড়াই চলছে।

গত ২৭ জুন পূর্ব ইউক্রেনের ক্রামাতোরস্ক শহরে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় চার শিশুসহ ১৩ বেসামরিক নাগরিক নিহত হয়।

এরপর গত বৃহস্পতিবার (৬ জুলাই) ভোরে পশ্চিমাঞ্চলীয় শহর লভিভে আরেক ক্ষেপণাস্ত্র হামলায় ১০ জন নিহত ও আরও ৩৭ জন আহত হন।

একে বেসামরিক অবকাঠামোতে সবচেয়ে বড় হামলা বলে অভিহিত করেন লভিভ শহরের মেয়র।

আরও পড়ুন :

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com