1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
ছাদ থেকে লাফ দিয়ে ইউটিউবার দম্পতির ‘আত্মহত্যা’ — Nobanno TV
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১২:৪০ পূর্বাহ্ন

ছাদ থেকে লাফ দিয়ে ইউটিউবার দম্পতির ‘আত্মহত্যা’

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪
  • ৭০ বার পঠিত

শুটিং শেষে একটু দেরিতে ভাড়া বাসায় ফিরেছিল ইউটিউবার দম্পতি। সেখানে কোনো একটা বিষয় নিয়ে দুজনের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে ৭ তলার উপর থেকে লাফিয়ে ‘আত্মহত্যা’ করেন দুজন।

ঘটনাটি ঘটেছে ভারতের হরিয়ানার বাহাদুরগড়। শহরটি দেশটির রাজধানী নয়াদিল্লি থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে।

পুলিশের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, লিভ-ইন সম্পর্কে ছিল এই দম্পতি। তাদের নাম গারভিত (২৫) এবং নন্দিনি (২২)। দুজনেই কনটেন্ট ক্রিয়েটর। তারা নিজেদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের জন্য শর্ট ফিল্ম তৈরি করতেন।

কয়েক দিন আগে এই দম্পতি তাদের দল নিয়ে দেরাদুন থেকে বাহাদুরগড় চলে আসেন। তারা স্থানীয় রুহেলা রেসিডেন্সির সপ্তম তলায় একটি ফ্ল্যাট ভাড়া নেন। সেখানে পাঁচজন সতীর্থকে নিয়ে বসবাস করছিলেন।

পুলিশ জানায়, শনিবার (১৩ এপ্রিল) সকালে তাদের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ বলছে, তারা আত্মহত্যা করেছেন। এদিন শুটিং শেষে তারা দেরিতে বাড়ি ফিরেছিলেন এবং কোনো একটা বিষয় নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। এই দম্পতি কেন এমন চরম পদক্ষেপ নিল তা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।

ঘটনাস্থল থেকে ফরেন্সিক আলামত এবং তথ্য সংগ্রহ করা হয়েছে। এছাড়া আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

মামলার তদন্তকারী অফিসার জগবীর বলেন, আমরা ঘটনাটি খতিয়ে দেখছি এবং সেই অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

 

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com