1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
চীনের শানডং প্রদেশে ৮৮টি কবরের সমাধি খনন — Nobanno TV
মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৩৭ অপরাহ্ন

চীনের শানডং প্রদেশে ৮৮টি কবরের সমাধি খনন

নবান্ন
  • আপডেট সময় : রবিবার, ৯ জুলাই, ২০২৩
  • ৬৮ বার পঠিত
সমাধি

পূর্ব চীনের শানডং প্রদেশে ৮৮টি কবরের একটি সমাধি ক্ষেত্র খনন করে করেছেন প্রত্নতাত্ত্বিকরা।

এর মধ্যে হাজার বছরের পুরোনো ৩৪টি গুহা-সমাধি রয়েছে।

সম্প্রতি ইয়ানতাই মিউনিসিপ্যাল জাদুঘর বিষয়টি নিশ্চিত করেছে।

চীনের রাষ্ট্রীয় বিভিন্ন গণমাধ্যমে এ তথ্য জানা যায়।

সমাধি খননে নেতৃত্ব দেন ইয়ানতাই মিউনিসিপ্যাল ​​মিউজিয়ামের সান ঝাওফেং।

এর মধ্য দিয়ে তাং রাজবংশ (৬১৮-৯০৭) থেকে শেষ কিং রাজবংশের (১৬৪৪-১৯১১) সমাধিগুলো উন্মোচিত হয়েছে।

এই সমাধিক্ষেত্র খননের মধ্য দিয়ে এই প্রথম শহরে বড় ধরনের কোনো প্রত্নতাত্ত্বিক খনন করা হয়েছে।

ঝাওফেং বলেন, তাং ও সং রাজবংশের সময় পৃথিবীতে গুহা-সমাধির বেশ প্রচলন ছিল।

প্রায় ১ মিটার দৈর্ঘ্য এবং ০.৮ মিটার প্রস্থের সমাধির মুখটি দক্ষিণ দিকে অবস্থিত।

আর গুহার মুখ উত্তর দিকে অবস্থিত।

সমাধির ছাদটি দক্ষিণ থেকে উত্তর পর্যন্ত বিস্তৃত একটি ঢালু ফাঁপা খিলানের আকারে তৈরি।

তিনি বলেন, আগের যুগে ইয়ানতাইতে গুহার ভেতরে সমাধির সংখ্যা খুব কম ছিল।

সাম্প্রতিক সময়ে এই খননের মধ্য দিয়ে যে কটি সমাধি পাওয়া গেছে, সেগুলোর মধ্যে সমাধির গঠন ও বৈশিষ্ট্য সম্পর্কে জানা গেছে।

এ ছাড়াও সমাধির রীতিনীতি, সমাধির বিবর্তন এবং সেই সময়ের সামাজিক কাঠামোর ওপর আলোকপাত করা গেছে নতুন আবিষ্কৃত এই সমাধিগুলোর মধ্য দিয়ে।

আরও পড়ুন :

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com