1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
গোয়েন্দা সংস্থা এফবিআই বাইডেন কে হুমকি দেয়া ব্যক্তিকে গুলি করে হত্যা করেন
রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:২২ অপরাহ্ন

গোয়েন্দা সংস্থা এফবিআই বাইডেন কে হুমকি দেয়া ব্যক্তিকে গুলি করে হত্যা করেন

নবান্ন
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩
  • ৯৪ বার পঠিত
বাইডেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসকে হুমকি দেয়া এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে।

বুধবার (৯ আগস্ট) উটাহ রাজ্যে ওই ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে গুলি করে হত্যা করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই’র সদস্যরা।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, এফবিআই’র হাতে নিহত ওই ব্যক্তির নাম ক্রেইগ রবার্টসন।

সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ফৌজদারি অপরাধের অভিযোগ আনায় প্রেসিডেন্ট বাইডেন ও এক আইনজীবীর বিরুদ্ধে হুমকি দিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন তিনি।

এ ঘটনায় রবার্টসনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

খবরে বলা হয়, বুধবার পূর্ব নির্ধারিত এক সফরে উতাহ রাজ্যে যান প্রেসিডেন্ট বাইডেন।

তার ওই সফরের মাত্র কয়েক ঘণ্টা আগে গ্রেফতারি পরোয়ানা নিয়ে রাজ্যের প্রভো এলাকায় রবার্টসনের বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে তাকে গ্রেফতারের চেষ্টা করছিল এফবিআই।

বিবিসি বলেছে, রবার্টসনকে গুলি করে হত্যার ব্যাপারে বিস্তারিত কিছু জানাতে অস্বীকার করেছে এফবিআই।

তল্লাশ অভিযান চালানো হয় বুধবার স্থানীয় সময় সকাল ৬টা ১৫ মিনিটে।

রবার্টসনের বাড়ি উটাহ রাজ্যের সল্ট লেক সিটি থেকে প্রায় ৬৫ কিলোমিটার দক্ষিণে।

রবার্টসনের প্রতিবেশীদের রেকর্ড করা তল্লাশি অভিযানের একটি ভিডিও’র বরাত দিয়ে সিবিএস নিউজ বলেছে, ভিডিওতে অভিযানের মুহূর্তটি ধরা পড়েছে।

অভিযানের এক পর্যায়ে গোলাগুলি হয়।

একজন প্রতিবেশী সিবিএস নিউজকে বলেছেন,

তারা প্রায় ছয়টি গুলির শব্দ শুনেছেন এবং এরপর একটি লাশ রাস্তায় আনা হয়।

৭০ বছর বয়সি রবার্টসন নিজেকে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের একজন কট্টর সমর্থক হিসেবে পরিচয় দিতেন।

রবার্টসনের বিরুদ্ধে মামলার অভিযোগে বলা হয়েছে,

স্টোর্মি ডানিয়েলস নামে এক পর্ন তারকার মুখ বন্ধ করতে ঘুষ দেয়ার অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে তদন্ত ও অভিযোগ গঠন করায় প্রেসিডেন্ট বাইডেন ও আইনজীবী অ্যালভিন ব্রাগকে হত্যার হুমকি দিয়ে ফেসবুকে পোস্ট দেন রবার্টসন।

গত সপ্তাহে দেয়া ওই পোস্টে রবার্টসন লেখেন, ‘শুনলাম, বাইডেন উটাহ আসছেন।

আমার পুরনো ঘিলি স্যুট বের করছি আর এম ২৪ স্নাইপার রাইফেলটি পরিষ্কার করে রাখছি।’

অভিযোগপত্রে আরও বলা হয়, রবার্টসন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস ও অ্যাটর্নি জেনারেল ম্যারিক গারল্যান্ডকেও হুমকি দিয়েছিলেন।

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com