1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
গাজায় ট্যাঙ্ক নিয়ে হামলা চালিয়েছে ইসরাইল — Nobanno TV
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০১:২৯ পূর্বাহ্ন

গাজায় ট্যাঙ্ক নিয়ে হামলা চালিয়েছে ইসরাইল

নবান্ন
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩
  • ২৪৬ বার পঠিত
গাজায় ট্যাঙ্ক নিয়ে হামলা চালিয়েছে ইসরাইল

ট্যাঙ্ক ব্যবহার করে গাজায় উত্তরাঞ্চলে কিছু লক্ষ্যবস্তুতে অভিযান চালিয়েছে ইসরাইলের সামরিক বাহিনী-আইডিএফ। বৃহস্পতিবারের (২৬ অক্টোবর) এ অভিযানের ভিডিও প্রকাশ করেছে ইসরাইল।

এটিকে স্থল অভিযান হিসেবে উল্লেখ করে আল জাজিরা জানিয়েছে, গতকাল বুধবার (২৫ অক্টোবর) রাতভর গাজার অভ্যন্তরে হামাসের অবস্থান লক্ষ্য করে স্বল্প পরিসরে ওই হামলা চালানো হয়।

 

সামাজিক যোগাযোগের মাধ্যম এক্সে (সাবেক টুইটার) আইডিএফের পোস্ট করা একটি ছবি শেয়ার করেছে বিবিসি। এতে স্থলপথ দিয়ে সাতটি সাঁজোয়া যান চলতে দেখা গেছে।

আইডিএফ বলেছে, যুদ্ধের পরবর্তী ধাপের প্রস্তুতির অংশ হিসেবে এ অভিযান চালানো হয়েছে।

‘অনেক সন্ত্রাসী সেল, অবকাঠামো এবং অ্যান্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র নিক্ষেপে ব্যবহৃত স্থাপনা’য় আঘাত করা হয়েছে বলে অভিযানের ভিডিও পোস্টে বলা হয়েছে।

এতে বলা হয়, ‘এরপর সৈন্যরা ওই এলাকা ত্যাগ করে ইসরায়েলের ভূখণ্ডে ফিরে আসে’।

এদিকে বুধবার ( ২৫ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তারা ফিলিস্তিনের গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে।

তবে এ বিষয়ে বিস্তারিত আর কোনও তথ্য জানাননি তিনি। বিবৃতিতে ইসরাইলের প্রধানমন্ত্রী বলেন,

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় কখন থেকে সামরিক বাহিনী স্থল অভিযান চালাবে তার সিদ্ধান্ত সরকারের যুদ্ধ মন্ত্রণালয় নেবে।

স্থল অভিযানের বিষয়ে নেতানিয়াহু বলেন, ‘আমরা একইসঙ্গে গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছি।

তবে এটা বলবো না যে কবে থেকে শুরু হবে। স্থল অভিযান নিয়ে আমরা বিভিন্ন হিসেব-নিকেশও করছি যার বেশিরভাগই জনগণ জানেন না; যা তাদের জানা উচিতও না।’

চলতি মাসের ৭ অক্টোবর ইসরাইলে অতর্কিত রকেট হামলা চালায় হামাস।

একইসঙ্গে ইসরাইলের প্রতিরক্ষাব্যবস্থাকে ফাঁকি দিয়ে সীমান্ত পেরিয়ে দেশটির ভেতরে ঢুকে পড়েন হামাস যোদ্ধারা।

তাদের হামলায় ইসরাইলের কমপক্ষে ১,৪০০ মানুষ নিহত এবং অন্তত চার হাজার আহত হন।

গত ৫০ বছরের ইতিহাসে এ প্রথম কোনও হামলায় ইসরাইলের এত মানুষের প্রাণ গেল।

 

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com