1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
গত সপ্তাহে পেরুতে এলিয়েন এর হামলা, আতঙ্কে গ্রামবাসী — Nobanno TV
বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৪৮ পূর্বাহ্ন

গত সপ্তাহে পেরুতে এলিয়েন এর হামলা, আতঙ্কে গ্রামবাসী

নবান্ন
  • আপডেট সময় : রবিবার, ১৩ আগস্ট, ২০২৩
  • ৮১ বার পঠিত
এলিয়েন

এলিয়েন বা ভিনগ্রহের প্রাণীদের নিয়ে বিভিন্ন জল্পনা-কল্পনা শোনা যায়।

আবার কেউ কেউ দাবি করেন যে, তারা সত্যিই এলিয়েন দেখেছেন।

এবার এমনই দাবি করেছেন পেরুর বাসিন্দারা।

তাদের দাবি, গত সপ্তাহে তারা সাত ফুট উচ্চতার উড়ন্ত একটি এলিয়েন দেখেছেন।

শুধু তাই নয়, এলিয়েনটি তাদের ওপর হামলা করেছে-এমনও দাবি করেন তারা।

এলিয়েনের চেহারা বর্ণনা করে এক গ্রামবাসী বলেন, ‘তাদের ওপর হামলাকারীরা সিলভার রঙের ও বড় মাথাবিশিষ্ট ছিল।

আর গ্রামবাসী তাদের অস্ত্র দিয়ে এলিয়েনদের মোকাবিলা করতে পারেনি।’

দেশটির ইকিতু নামক আদিবাসী গোষ্ঠীর সদস্যরা জানিয়েছেন, ‘চলতি বছরের ১১ জুলাই থেকে এলিয়েনের হামলা শুরু হয়।

উড়ন্ত এসব ৭ ফুট লম্বা রহস্যময় বস্তু এলাকাবাসীর ওপর ভয়ঙ্কর হামলা চালিয়েছে।

অন্য আরেকজন দাবি করেন, ‘গত ২৯ জুলাই রহস্যময় প্রাণীরা ১৫ বছরের এক কিশোরীকে অপহরণ করার চেষ্টা করে।

সেই চেষ্টায় তারা ব্যর্থ হলেও ওই তরুণীর ঘাড় ও শরীরের বিভিন্ন স্থানে একাধিক ক্ষত হয়েছে।

তবে এই রহস্যময় ‘এলিয়েন’ সম্পর্কে ভিন্নমত পোষণ করেছেন দেশটির আইন প্রয়োগকারী কর্মকর্তারা।

তাদের মতে, গ্রামবাসীরা যাকে ‘পেলাকারাস’ বা মানুষের মাথা ভক্ষণকারী ভেবেছিল তারা আসলে মধ্য ও দক্ষিণ আমেরিকার বিভিন্ন অংশ থেকে আসা অবৈধ সোনার খনির সিন্ডিকেটের সদস্য।

কর্মকর্তাদের দাবি, ‘সাত ফুট লম্বা ‘‘ এলিয়েন’’ সম্ভবত ব্রাজিলের ও প্রাইমিরো কম্যান্ডো দা ক্যাপিটাল,

কলম্বিয়ার ক্ল্যান ডেল গলফো, ফার্কের মতো ড্রাগ কার্টেলের অন্তর্গত স্বর্ণ মাফিয়া।

এরা বিগত কয়েক দশক ধরে ল্যাটিন আমেরিকাকে ধ্বংস করেছে।

পেরুর কর্মকর্তাদের মতে,

‘এই অবৈধ স্বর্ণ খননকারীদের তাদের নিজ নিজ দেশ থেকে বের করে দেওয়া হয়েছে।

এখন তারা সোনার সন্ধানে পেরুতে এসেছে।

তারা আরও বলেন, এসব স্বর্ণ খননকারী অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে এলাকার মানুষের উপর হামলা চালাচ্ছে। তাদের বিরুদ্ধে তদন্ত চলছে।

আরও পড়ুন :

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com