1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
ক্ষমা চাইতে বললেন পাকিস্তানের প্রেসিডেন্ট কে সালমান এফ রহমান — Nobanno TV
শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ০৫:২৭ পূর্বাহ্ন

ক্ষমা চাইতে বললেন পাকিস্তানের প্রেসিডেন্ট কে সালমান এফ রহমান

নবান্ন
  • আপডেট সময় : মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩
  • ৯৯ বার পঠিত
প্রেসিডেন্ট

দীর্ঘ ৬০ বছর পর সৌদি আরবের পবিত্র নগরী মদিনায় বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভির সাক্ষাৎ হয়।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন আরিফ আলভির বাল্যবন্ধু,

বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং সংসদ সদস্য সালমান এফ রহমান।

সাক্ষাতে সালমান এফ রহমান ১৯৭১ সালে পাকিস্তানের কৃতকর্মে জন্য ক্ষমা চাইতে বলেন পাকিস্তানের প্রেসিডেন্টকে।

আরিফ আলভি এবং সালমান এফ রহমানের টুইটার অ্যাকাউন্ট থেকে বিষয়টি জানা গেছে।

সোমবার (৩ জুলাই) তাদের দুজনের টুইটার অ্যাকাউন্ট থেকে এ সংক্রান্ত দুটি টুইট করা হয়।

টুইটে তাদের সাক্ষাতের ছবিও শেয়ার করা হয়েছে।

পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি তার টুইটার অ্যাকাউন্টে লিখেন,

‘মক্কা, মিনা ও মদিনায় বাংলাদেশের রাষ্ট্রপতি জনাব সাহাবুদ্দিনের সঙ্গে দারুণ সাক্ষাৎ হয়েছে।

রাসূলের (সা.) রওজায়ও তাদের সঙ্গে দেখা হয়েছে।

সাদা পোশাকে আমার বাল্যবন্ধু জনাব সালমান এফ রহমান।

তিনি বর্তমানে সংসদ সদস্য, বাংলাদেশের (প্রধানমন্ত্রীর) উপদেষ্টা। ৬০ বছর পর আমাদের দেখা হলো।

আল্লাহর আশীর্বাদ আমাদের সম্পর্ক আরও দারুণভাবে এগিয়ে নিয়ে যাবে।

একই ছবি শেয়ার করে সালমান এফ রহমানের টুইটে লেখা হয়,

‘মসজিদে নববীতে পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভির সঙ্গে দেখা হয়ে যাওয়ায় ভালো লাগছে।

আমাদের যখন শেষ দেখা হয়েছিল তখন আমার বয়স ১২ বছর।

এই সাক্ষাৎ আমাদের শৈশবের অনেক স্মৃতি ফিরিয়ে এনেছে।

আমি তাকে বলেছি, সম্পর্ক উন্নয়নের জন্য আমাদের কাছে একাত্তরের জন্য ক্ষমা চাইতে হবে।

আমরা পবিত্র স্থানে মুসলিম উম্মাহর কল্যাণের জন্য দোয়া করেছি।

সালমান এফ রহমানের টুইটার অ্যাকাউন্টটি ভেরিফায়েড নয়।

তবে তার ভেরিফায়েড ফেসবুক পেইজে সেই অ্যাকাউন্টের লিংক দেয়া রয়েছে।

উল্লেখ্য, সৌদি সরকারের রাজকীয় মেহমান হিসেবে হজ পালনের জন্য ১০ দিনের সফরে গত ২৩ জুন সৌদি আরব যান রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, তার পরিবারের সদস্য ও অন্য সফরসঙ্গীরা।

হজ-পালন শেষে গত রোববার (২ জুলাই) দেশে ফেরেন রাষ্ট্রপতি।

আরও পড়ুন :

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com